পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোনিব্যাপৎ ৷ ృశ్చిరి কুপিত বায়ু, যদি গৰ্ভস্থ কন্যার যোনিদেশকে দূষিত করে, তাহা হইলে সেই বালিকার অপত্যপথ সুগ্ম হইয়া থাকে। ইহাকে স্বচীমুখী বলে ॥১৬ শুষ্ক । সহবাসকালে মল মূত্রাদির বেগধারণ করিলে,বায়ুকুপিত হইয়া মলমূত্রের অবরোধ, তদাশয়ে বেদন ও যোনিদ্বার শুষ্ক করিয়া থাকে। ইহাকে শুষ্ক বলে। ১৭ বামিনী । যদি কোন রমণীর গর্ভাশয়-গত শুক্র, ছয় অথবা সাত দিন পরেই বেদনার সহিত অথবা বিনা বেদনায় নির্গত হয়, তাহা হইলে তাহাকে বামিনী বলে। ১৮ ষণ্ডী । যে রমণীর পিতৃ-মাতৃ-বীজ-দোষ হেতু, বায়ু কুপিত হইয়া তাহার গর্ভে অবস্থান কালেই গর্ভাশয়কে পীড়িত করে, তাহা হইলে সে স্ত্রীলোক স্বভাবতঃ পুরুষদ্বেষিণী ও স্তনবিরহিত হয়। ইহাকে বওঁী বলে । এ রোগ অসাধ্য । ১৯ মহাযোনি । অসমস্থানে ও দুঃখজনক শয্যায় পুরুষ-সহবাস করিলে বায়ু কুপিত হইয়া গর্ভাশয় ও যোনিদ্বারকে শিথিল করে। তাদৃশ রোগকে মহাঘোনি বলে। এ রোগে রুক্ষ ফেনযুক্ত স্রাব হয় ও পৰ্ব্ব এবং বক্তক্ষণ স্থানে শূলবেদনা হয়। ২০ ১৬। “গর্ভস্থায়াঃ স্ক্রিয় রেীক্ষাদ্বায়ুর্যোনিং প্রদূৰ্যয়ন। y মাতৃদোষাদমুদ্বারাং কুৰ্য্যাৎ স্বচীমুখী তু সা ।” ১৭। “ব্যবায়কালে রন্ধস্থ্য বেগান প্ৰকুপিতোহনিল । কুর্য্যায়িত্রসঙ্গাৰ্বি শোং যোনিমুখ্য তু। ১৮। "ষড়হাৎ সপ্তরাত্ৰাদ্ধা শুক্রং গর্ভাশয়ং গতম। সর জং নীরজং বাপি যা স্ৰবেৎ স চ বামিনী ॥" ১৯। “বীজ-দোষাত, গর্ভস্থ মারতোপহিতাশয় । নৃত্বেৰিণ্যস্তনী চৈব বর্তী স্যামুপক্রম।" চরকসংহিতা। ২• । “বিষমাৎ দুঃখশয্যায়াং মৈথুনাৎ কুপিতোহনিল । গর্ভাশয়স্য যোন্যাশ্চ মুখং বিষ্টভয়েৎ স্ক্রিয়াঃ ॥