পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রসূতি-তন্ত্র। কন্দরোগ চিকিৎসা । মুষিকের সদ্যোমাংস /১ সের ও তৈল /৪ সের পাক করিবে । ষখন মাংস গলিরা যাইবে তখন নামাইয়া তৈল ছাৰিয়া লইবে । এই তৈলে বস্ত্র সিক্ত করিয়া যোনিতে ধারণ করিলে স্ত্রীলোকের লজ্জাকর যোনিকনরোগ বিনষ্ট হয়। ১ )రిన অষ্টাবিংশ অধ্যায়। ~\\\\w রজগুল্ম । রক্ত গুল্ম ভিন্ন আরও চারিপ্রকার গুল্মরোগ আছে; তাহা স্ত্রী পুরুষ উভয়েরই হইতে পারে । কিন্তু, রক্তগুল্ম কেবল স্ত্রীলোকেরই হইয়া থাকে । সেজন্য ইহাতে রক্তগুল্মের বিষয় বর্ণিত হইতেছে ॥১ রক্তগুল্মের নিদান—মলমুত্রাদির বেগধারণ, অকালে গর্ভপাত, স্থতিকাব সময় বায়ুবৰ্দ্ধক আহার বিহার, ঋতুকালে উপবাস প্রভৃতি বিবিধ কারণে শরীরস্থ বায়ু অত্যন্ত প্ৰকুপিত হইলে, সেই কুপিত বায়ু গর্ভাশয় ১ । “আখোমাংসং সপদি বহুধা খণ্ডথওঁীকৃতং যৎ । তৈলে পাচ্যং ত্রবতি নিয়তং যাবদেতন্ন সম্যক্ ॥ তত্তৈলাক্তং বসনমনিশং যোনিভাগে দধানা। হস্তি ব্ৰীড়াকরভগফলং নাত্র সন্দেহবুদ্ধিঃ। চক্রদত্তঃ । ১ । “কুৰ্ব্বস্তি পঞ্চধাগুল্মং পুরুষাণাং তথা গ্ৰীণাং জ্ঞেয়: রক্তেন চাপরঃ । মাধবকরঃ