পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏశి প্রসূতি-তন্ত্র। দিয়া ঘরের মেজে, দেওয়াল ও চাল প্রভৃতি সমস্ত স্থান গুলি উত্তম-রূপে ধৌত পরিশোধিত করিয়া লইবে। ২। প্রস্থতির শয্যা ও বস্থাদি। প্রসবের পূৰ্ব্বে প্রস্থতিকে এক খানি ধোয়া কাপড় পরিতে দিবে। তাহার নিজের ও সস্তানের শষা এবং গাত্রবস্ত্র প্রভৃতি যে সমস্ত দ্রব্য স্থতিকা-গৃহে গ্রহণ করিতে হইবে, সে সমস্তও পূৰ্ব্ব হইতে ধোপাবাড়ি দিয়া অথবা সালান কিংবা সাজি মাটিতে সিদ্ধ করিয়া কাচিয়া বেশ করিয়া শুকাইয়া সন্নিকটে রাখিয়া দিবে। ৩ । ধাত্রীর কৰ্ত্তব্য। প্রসব-কার্য্যে হস্তক্ষেপ করিবার পূৰ্ব্বে, ধাত্রীরও পরিষ্কৃত এবং পরিশুদ্ধ বস্থাদি পরিধান করা কৰ্ত্তব্য। কারণ, যে সকল বস্ত্রাদি তিনি সৰ্ব্বদা ব্যবঙ্গর করেন, তাহাতে ধনুষ্টঙ্কার বা স্থতিক-সন্নিপাতের বিষজীবাণু সকল অলক্ষিতে বাস করিতে পারে । সেজন্ত সে সকল পরিত্যাগ করা একান্ত কৰ্ত্তব্য। অনন্তর ধাত্রী হাতের নখগুলি কাটিবেন ও হস্ত দুইট কন্তুষ্ট পৰ্য্যন্ত বেশ করিয়া সাবান দিয়া পরিষ্কার করিবেন ও দুই হাতে রসকপুর-মিশ্র জল (বা আইজল লোশন) দিয়া উত্তমরূপে বিশুদ্ধ করিয়া লষ্টবেন। প্রসবাস্তে সস্তানের নাড়ীচ্ছেদের জন্ত যে র্কাচি ব্যবহৃত হইবে, তাঙ্গও উত্তমরূপে গরম জলে সিদ্ধ করিয়া লইতে হইবে। এরূপ শোধন বিষয়ে এ দেশের সাধারণ লোকের কিছুমাত্র জ্ঞান নাই। সেজন্ত বৎসর বৎসর কত যে প্রস্থতি ও সস্তান স্বতিকাগুছে মৃত্যুমুখে পতিত হয়, তাহ শুনিলে স্তম্ভিত হইতে হয়। প্রসবের-অবস্থায় কর্তব্য (Duriug labur) প্রসববেদন উপস্থিত হইলে গর্ভিণীর জন্য এক খানি চৌকীতে (মেজেতে নহে) বেশ পরিষ্কৃত বিছানা করিবে এবং ঐ বিছানায় একখানি ধোয় কাপড় চারিপাট করিয়া ( অথবা একখানি অয়েল ক্লথ") গর্ভিণীর কোমরের নীচে হইতে পা পৰ্য্যন্ত সমস্ত স্থানটায় পাতিয়া দিবে। যদি গর্ভিণীর