পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* শুক্র-বিজ্ঞান । సె পদেশক ধৰ্ম্মজ্ঞ ঋষির আদেশ প্রতিপালিত হইতে পারে । এ ক্ষেত্রে কেহ যেন মনে না করেন যে, তাহা হইলে মহৰ্ষির আদেশ মত পুত্রের বয়স পঞ্চবিংশতি থাকে না, অধিক হইয়া পড়ে । ইহা দোষের নহে, পুত্রের আঠাইশ উনত্রিশ বয়সে সস্তান জন্মিলে অক্ষম ও রুগ্ন হইবার কোনই সম্ভাবনা নাই। অধিকন্তু পিতার অকালে পরিবার বৃদ্ধির জন্ত ক্লেশ ভোগ করিতে হইবে না। তৃতীয় অধ্যায়। শুক্র-বিজ্ঞান | মানুষ যে সকল ফ্রব্য আহার করিয়া থাকে, সেই সকল ভুক্ত পদার্থের রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা ও মজ্জা হইতে শুক্র জন্মিয়া থাকে। এই সাতট পদার্থকে ধাতু বলে। (১)। ইয়ারা শরীর ধারণের প্রধান উপকরণ। সপ্তধাতুর মধ্যে শুক্রই সৰ্ব্বশ্রেষ্ঠ ধাতু। শুক্রই পুরুষের পুরুষত্ব। অবৈধ উপায়ে ইন্দ্রিয় পরিচালনা করিয়া শুক্রক্ষয় করিলে, মানুষের বৃদ্ধি, স্মৃতি, মেধা, উৎসাহ, অধ্যবসায়, শক্তি, সামর্থ্য প্রভূতি সমস্তই বিলুপ্ত হইয়া যায়। তাদৃশ পুরুষ মনুষ্যোচিত কোন কার্য্যেই যোগ্যতা লাভ “ রসাস্থঙ মাংসমেদোহস্থিমজ্জশুক্রাণি ধাতবঃ সুশ্ৰত সংহিতা