পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰ্ত্তব-শোণিত-বিজ্ঞান। సిసి শুক্রের স্তায় আৰ্ত্তব শোণিত ও বায়ু, পিত্ত, কফ—এই দোষত্রয় দ্বারা পৃথৰ্ব পৃথক ভাবে অথবা দোষদ্বয় বা দোষত্রয় দ্বারা কিংবা দুষ্ট শোণিতের দ্বারা যদি উপস্থষ্ট হয়, তাহ হইলে গর্ভোৎপত্তি হয় না। ১ অবিশুদ্ধ আৰ্ত্তৰ শোণিত,—বায়ু, পিত্ত, কফ, কুণপ অর্থাৎ শবের ন্যায় দুর্গন্ধযুক্ত, গ্রন্থিবিশিষ্ট, পুতি অর্থাৎ পচাগন্ধযুক্ত, ক্ষীণ অর্থাৎ পরিমাণে অল্প এবং মূত্র ও পুরীষের ন্যায় গন্ধযুক্ত হইয়া থাকে। তন্মধ্যে বায়ু দ্বারা দূষিত হইলে, অরুণ কৃষ্ণাদিবর্ণযুক্ত ও স্রাবকালে স্বচাভেদবং যন্ত্রণা বিশিষ্ট ; পিত্ত দ্বারা দূষিত হইলে,— নীল পীতাদিবর্ণ বিশিষ্ট ও পিত্তজন্য বস্ত্রণালুক্ত ; কফ দ্বারা দূষিত হইলে, শুক্লবৰ্ণ ও কওতি বিশিষ্ট ; রক্ত দ্বারা দূষিত হইলে, শোণিতবর্ণ ওবেদনাসুক্ত এবং শবগন্ধি ও পরিমাণে অধিক হইয়া থাকে । এতদ্ভিন্ন বাতশ্লেষ্মদোষে গ্রন্থিযুক্ত, পিত্তশ্লেষ্মদোষে পূতিগন্ধময় ও • পূয়সদৃশ, বাতপিত্তদোষে পূৰ্ব্বোক্ত দোষযুক্ত ও ক্ষাণ এবং বাতাদি ত্রিদোষ দ্বারা দূষিত হইলে, আর্ভব শোণিত মূত্র ও পুীবগন্ধি হইয়া থাকে। তন্মধ্যে কুণপগন্ধি, গ্রন্থিযুক্ত, পূতিগন্ধময়, পূসদৃশ, ক্ষীণ এবং মূত্র অথবা পুরীষের মত গন্ধযুক্ত আৰ্ত্তব শোণিতের প্রতীকার একপ্রকার অসন্তব। তদ্ভিন্ন দোষ সকলের প্রতীকার হইতে পারে। ২ ১ । “আৰ্ত্তবমপি ত্রিভির্দোষৈঃ শোণিতচতুর্থৈঃ পৃথগ দ্বন্দ্বৈ: সমস্তৈশ্চোপস্থgমবীজং ভবতি ।” সুশ্ৰুতসংহিতা । ২ । তদপি দোষবর্ণবেদনাদিভিবিজ্ঞেয়মৃ। তেষু কুশপগ্রন্থিপুতি পূয়ক্ষীণমুত্রপুরীষপ্রকাশমসাধ্যং সাধ্যমন্তর্ভবতি ॥” so স্বপ্রতসংহিতা ।