পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । আর্তব-দোষ-চিকিৎসা । আৰ্ত্তৰ শোণিত বাতাদি কর্তৃক দূষিত হইলে, তাহা সংশোধন করিবার জন্য স্নেহ-স্বেদাদি প্রদান করিলে এবং শুক্রদোষের প্রতীকারের জন্য যে সকল ঔষধ পূৰ্ব্বে বলা হইয়াছে, সেই সকল ঔষধ জলে সিদ্ধ করিয়া তাহার কাথের দ্বারা উত্তরবস্তি অর্থাৎ অপত্য-পথে পিচকারী দিবে। তদ্ভিন্ন শুক্রদোষের চিকিৎসার ন্যায়, সেই সকল ঔষধের দ্বারা ঘূতাদি প্রস্তুত করিয়া পান করিতে দিবে এবং লাতাদি দোষ নাশক ঔষধ সকল বাটিয়া তুলা বা বস্ত্র খণ্ডাদিতে মাখাইয়া পিচু অর্থাৎ অপত্যপথে ধারণ করিতে দিবে ও সুপথ্য ব্যবস্থা করিলে । ১ এতদ্ভিন্ন আৰ্ত্তব শোণিত গ্রন্থিভূত হইলে,—আক্নাদি, শুঠ, পিপুল, মরিচ ও কুড়চি,—এই কয়ট দ্রব্য মিলিত দুই তোলা পরিমাণে লইয়া আধসের জলে সিদ্ধ করিবে এবং আধপোয়া থাকিতে নামাইয়া ছাকিয়া পান করিতে দিবে। তদ্ভিন্ন, আৰ্ত্তল শোণিত দুৰ্গন্ধময় অথবা পুত্র কিংবা মজ্জার মত হইলে, দুই তোলা শ্বেত অথবা রক্তচন্দন আধসের জলে সিদ্ধ করিয়া আধপোয় থাকিতে নামাইয়া ছাকিয়া পান করিতে দিবে। ১ । শুক্ৰদোষহরাণাঞ্চ যগাস্বমবচারণমূ। যোগানা শুদ্ধিকরণং শেষাস্বপ্যাপ্তবাৰ্ত্তিষু।” স্বপ্রতসংহিতা ।