পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 প্রসূতিতন্ত্র। ঋতুর প্রথম তিন দিবস গর্ভাশয় হইতে অধোমুখে সবেগে শোণিতস্ৰাব হইতে থাকে। সুতরাং তখন সহবাস করিলে, ক্ষরিত শুক্র গর্ভাশয় মধ্যে প্রবেশ করিতে পারে না । যেমন প্রবল নদী-স্রোতের প্রতিকূলে কোনও দ্রব্য চালিত হইলে, সে যেমন বিপরীতগামী হয় ; তদ্রুপ প্রবল শোণিত-স্রাবের সময় নিহিত বীজও গর্ভাশয় মধ্যে প্রবেশলাভ করিতে না পারিয়া অধোগামী হইয়া থাকে। ১ এতদ্ভিন্ন ঋতুর প্রথমাবস্থায় অৰ্ত্তবশোণিত নিতান্ত তরল, অগ্নিবৎ উত্তপ্ত ও অপরিপক ; সুতরাং তাহা দূষিত। সেজন্য ঐ সময় সহবাস করিলে রমণীর প্রদরাদি রোগ জন্মে এবং তৎকালে দূষিত শোণিত সম্পর্কে যদি প্রথম দিবসের মিলনে গর্ভ-সঞ্চার হয়, তাহা হইলে সেই গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হইয়াই মৃত্যুমুখে পতিত হয়। দ্বিতীয় দিবসের ফল ও তদ্রুপ অথবা স্থতিকাগৃহেই সস্তান বিনষ্ট হয় এবং তৃতীয় দিবসের পরিণাম ফলও পূৰ্ব্ববৎ হয় অথবা সস্তান অসম্পূর্ণাঙ্গ বা অল্পায়ু হইয়া থাকে। অনস্তর চতুর্থ দিবস হইতে ষোড়শ রাত্রি পর্যন্ত গর্ভাধানের প্রশস্ত সময়। চতুর্থ দিবসে ঋতুমতী কন্যা স্নান করিয়া শুদ্ধ হইবে, সৰ্ব্বাঙ্গে চন্দন লেপন করিবে, সুগন্ধ পুষ্পের মাল্য ধারণ করবে, ধৌত বস্ত্রাদি পরিধান করিবে ও অলঙ্কার দ্বার বিভূষিত হইবে। ব্ৰহ্মচৰ্য্য পরায়ণ স্বামী ও তদ্রুপ স্নাত, চন্দন-চর্চিত দেহ এবং মনোরম বেশভূষাদি দ্বারা সজ্জিত হইবে এবং দিবসে ঘৃতপান করিয়া স্নিগ্ধ হইবে এবং স্কৃত ও চন্ধ দ্বারা প্রস্তুত শালিতণ্ডুলের পায়স অথবা শালিতণ্ডলের অন্ন দ্বত ও দুগ্ধসহ ভোজন করিয়া তামুল চৰ্ব্বন করিবে। রমণীও ঐরূপ লঘুপথ্য ১ । *প্রবহৎসলিলে ক্ষিপ্তং দ্রব্যং গচ্ছতাধে। যথা । তথা বহতি রক্তে তু ক্ষিপ্তং বীৰ্য্যমধোৱজেৎ।" ভাবপ্রকাশ: | ২ । “তত্রাধীয়তে গর্ভ: স প্রসবমানে বিমুচ্যতে। দ্বিতীয়েছপ্যেবং হুতিকাগৃহে বা তৃতীয়েইপ্যেবং অসম্পূর্বাঙ্গোইল্পায়ুৰ্ব্ব ভবতি।” স্বশ্ৰতসংহিঅ ।