পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গর্ভোৎপত্তি। ኟጫ মলমূত্রাদির বেগধারণ করিয়া অথবা পরিশ্রম,ব্যায়াম কিম্বা উপবাস করিয়া অথবা প্রকাশ্য স্থানে স্ত্রীর সহিত সঙ্গম করিবে না । ১ এতদ্ভিন্ন অন্যত্র গর্ভধান ও সহবাস সম্বন্ধে যে সকল নিয়ম নিষিদ্ধ তইয়াছে, সে সকলও অপত্যার্থী পুরুষের অবশ্য প্রতিপাল্য । নবম অধ্যায় গর্ভোৎপত্তি । যদি পুরুষের বেতঃ এবং স্ত্রীব আৰ্ত্তল শোণিত ও গর্ভাশয়, সব্ব প্রকার দোষশূন্য থাকে। তাহা হইলে তাদৃশ নিদোষ পুরুষ ও স্ত্রীর ঋতুকালে সঙ্গম হইলে গর্ভাশয় মধ্যে শুক্র ও শোণিত মিলিত হয় এবং তাহাতে যদি জীবাত্মা পূৰ্ব্বকৃত কৰ্ম্ম-জন্য মনোবেগে আসিয়া মিলিত হয়, তাহ হইলেই গর্ভেগৎপত্তি হইয়া থাকে। অনন্তর সেক্ট গর্ভস্থ সন্তান অভিমত গভ-পুষ্টিকর রসের দ্বারা পরিপুষ্ট হইলে, অব্যাহত ভাবে বৃদ্ধি পাইতে থাকে এবং সৰ্ব্বপ্রকার উপচারের দ্বারা পরিরক্ষিত হইলে, যথাকালে ১ । “ন রজস্বলং নাতুরাং নামেধ্যাং নাশস্তানে নিষিদ্ধতিথিযু নাভূক্তবান নাতাশিতে। ন মূত্রোচ্চার-পীড়িতো ন শ্রমব্যায়ামোপবাসরুমাভিহতেন রহসি ব্যবয়ংগচ্ছেৎ ” o চরকসংহিতা ।