পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়। বন্ধ্যাকরণ । পুরুষের শুক্র ও স্ত্রীলোকের আর্তবশোণিত যদি দোষযুক্ত হয় অথবা গর্ভাশয়ের বা যোনির কোনও প্রকার বিকৃতি ঘটয়া থাকে, তাহা হইলে রমণীগণের গর্ভসঞ্চার হয় না । ১ এতদ্ভিন্ন মহর্ষি চরক বলেন,—ী ও পুরুষের অহিতকব আহার বিহারই সস্তানোৎপত্তির অন্তরায় ৷ ২ ৷ অতএব অপত্যার্থ পুরুষ ও স্ত্রার অসাত্ম্য অর্থাৎ অহিতকর আহার বিহার সব্বতে ভাবে পরিত্যাগ করা কৰ্ত্তব্য । স্বল্প-সন্তান-হেতু । দেখিতে পাওয়া যায়, কোন কোনও রমণী একটমাত্র সন্তান প্রসব করিয়া পুনরায় গর্ভলন্তী হয় না। কেইবা একবার প্রসব করির বহুকাল পরে পুনরায় গর্ভবতী হইয়া থাকে। তাহার কারণ,— যদি যোনির কোন প্রকার দোয থাকে, গর্ভাধান কালে মাত অঞ্চল৷ পিতার চিত্তের কোনও প্রকার অভিসস্তাপ থাকে, শুক্রের কিংলা আৰ্ত্তব ১ । “যদাছি অস্তীঃ শোণিতগর্ভাশয়বীজভাগঃ প্রদোষমাপদ্যতে. তাং স্ত্ৰয়ং তদ বন্ধ্যাং জনয়তি ।” “নহাত্মসেবিত্বমস্তরেণ স্ত্রীপুরুষয়েঃ বন্ধ্যত্বমস্তি ।” চরকসংহিতা ।