পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°C)○ প্রসূতিতন্ত্র। তছিন্ন, গর্ভিণী যদি দেবতা, ব্রাহ্মণ প্রভৃতিতে ভক্তিপরায়ণ ও বিশুদ্ধ আচার ব্যবহারের দ্বারা কালাতিপাত করে বা অন্তের হিতসাধন প্রভৃতি সংকম্মে প্রবৃত্তা থাকে ; তাহা হইলে তাহার সন্তানও তাদৃশ গুণশালী হুইরা থাকে। এ সকলের বিপরীত আচরণ করিলে সস্তানও গুণহীন হইয়া থাকে। অতএব যাহারা গুণশালী সস্তানের জননী হইতে ইচ্ছ" করে, তাহাদের সমগ্র গর্ভকাল সংকৰ্ম্মের দ্বারা অতিবাহিত কর। উচিত । ১ গর্ভিণীর প্রতি ব্যবহার-বিধি । 刁 每 পুরোক্ত নিয়মগুলি বাহাতে প্রতিপালিত হয়, সে বিষয়ে গৃহিণী গণের লক্ষ্যরাখা উচিত। তদ্বিপ্ন, গর্ভিণী যদি কোনও দ্রলোর প্রতি ক্ষভি:াষ প্রকাশ করে এবং তাঙ্ক দদি গর্ভের অনিষ্টকর না হয়, তাহ হষ্টলে, সেই সকল দ্রব্যাদি দ্বারা গর্ভিণীর অভিলাব পূর্ণ করা কর্তৃপা । আৰ যদি, কোন প্রকার অহিতকর দ্রব্যেরই প্রতি গর্ভিণীর একান্ত অভিলাষ জন্মে, তাহা হইলে, বাসনা পরিতৃপ্তির জন্য সেই অহিতপ্রব্যের সহিত হিতকর দ্রব্য মিলিত করিয়া গর্ভিণীকে প্রদান কর; রক্ত নিবসনঃ স্বত্ৰকূপেক্ষা মদ্যমানিলম্। উত্তানশয়নং যচ্চ স্ত্রিয়ে নেচ্ছন্তি তত্ত্যড়েৎ । তথা রক্তশ্রুতিং শুদ্ধিং বস্তিমানসিতোহ8সং । অতিব্যলায়মায়াসং ভার প্রালরণং গুর" । অকালজাগরণস্বপ্নকঠিনোৎকটমাসনম্।" অষ্টাঙ্গঙ্গদয় । ১ । “দেবতাত্রাহ্মণপরাঃ শৌচাচারহিতেরতাঃ। মহাগুণান প্রস্বয়স্তে বিপরীতাস্তু নিগুণান।” সুশ্ৰুতসংহিতা ।