পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায়। - استیاس-سسسه تحصحس গর্তবিজ্ঞান । পুত্র,কন্যা ও নপুংসক-সন্তানোৎপত্তি-হেতু । গর্ভেগৎপাদক শুক্র ও শোণিতের সংযোগ কালে শুক্রের আধিকা ভক্টলে পুত্র এবং আর্তব শোণিতের আধিক্য হইলে কন্যা ও তন্থভয়ের সাম্যাবস্থা হইলে নপুংসক সন্তান জন্মে। এতদ্ভিন্ন যুগ্মদিনে গর্ভধারণ করিলে পুত্র ও অযুগ্মদিনে কন্ত জন্মে ॥১ যমজ-সন্তান । যদি গৰ্ভাশয়স্থ বীজ বায়ু কর্তৃক দুষ্ট ভাগে বিভক্ত হয়, তাহা হইলে দুষ্টট সন্তান জন্মে অথবা যত ভাগে বিভক্ত হইবে, তত গুলি সন্তান জন্মিয়া থাকে। ২ গর্ভস্থ-শিশুর বর্ণোৎপত্তি । ক্ষিতি প্রভৃতি পাচটা ভূতের মধ্যে তেজোধাতুই সমস্ত বর্ণের প্রধান উৎপত্তি-হেতু। সেই তেজোধাতু গর্ভোৎপত্তি কালে অধিকাংশ জলীয় ১ “তত্ৰ শুক্রবাহল্যাৎ পুমান, আৰ্ত্তববাহুল্যাৎ স্ত্রী, সামাদুভয়েনপুসকমিতি।” “যুগে তু পুমান প্রোক্ত:—” ২ । “বীজেহস্তবায়ুন ভিন্নে দ্বেী বীজোঁকুক্ষিমাগতে। যমাবিত্যভিধীয়েতে- " স্বপ্রতসংহিত । • “শুক্রঞ্জিবে পুনর্বায়ুন বহুশো ভিন্নে যথাস্বং বহুপত্যত ।” অষ্টাঙ্গহৃদয়ম্।