পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতিসার চিকিৎসা । 《영 লইবে। ঐ কাধে চিনি প্রক্ষেপ দিয়া পান করিলে গর্ভিণীর জ্বর ভাল হইবে ॥১ গর্ভচিন্তামণি রস । রসসিন্দুর, রৌপ্যভক্ষ, লোহভস্ম, প্রত্যেক দুষ্টতোলা, অভ্রভস্ম চারি তালা, কপূর, বঙ্গভঙ্ক, তাম্ৰভস্ম, জায়ফল, জৈত্রা, গোস্কুরবাজচণ, শতমূলীচুর্ণ, বেড়েলা ও শ্বেতবেড়েলার মূলচুর্ণ,—প্রত্যেক একতোলা, জলে মদন করিয়া ২ রতি প্রমাণ বটকা করিবে। ইহা দ্বারা শর্ভিণীর জর ও দাহ প্রভৃতি উপসদের শান্তি হয়। এতদ্ভিন্ন এই ঔষধ দ্বারা প্রদর ও স্থতিকা রোগও উপশমিত হইয়া থাকে ॥২ অতিসর চিকিৎসা । ১ । শুঠ, আতইচ ও মুতা অথবা ধনে ও শুঠ, মিলিত দুই তোলা আধসের জলে পাক করিয়া অtধপোয় থাকিতে নামাইয়া ছকিয়া ১ । “চন্দন শারিব লোগ্ৰং মৃদ্বীকা শকরান্বিতম্। কাপং কুত্ব প্রদদ্যাচ্চ গর্ভিণীজরশান্তয়ে।" ভাবপ্রকাশ । । “রসং তার তথা লোহং প্রত্যেকং কর্ধমাত্ৰকম্ ॥ কর্ষদ্বয়ং তথা চাভং কপূরং বঙ্গতাম্রকম্ ॥ জাতীফলং তথা কোষং গোকুরঞ্চ শতাবরী। বলাতিবলয়ে মূল প্রত্যেকং ভোলক শুভম্। বারিণী বটিকাকাৰ্য্যা দ্বিগুঞ্চাফলমানতঃ । সন্নিপাতং নিহন্ত্যীশু স্ত্রণাঞ্চৈব বিশেষতঃ ।। গর্ভিশ্যাম্বরদাহষ্ণ প্রদরং সুতিকাময়ম্।।” রসেন্দ্রসারসংগ্ৰহঃ ।