পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকাল-প্রবাহণ-দোষ । Seసి জলে স্নান করাইবে এবং সুপাচিত যবাগু অর্থাৎ অন্নমও থাইতে দিবে। অনন্তর আহারান্তে সুবিস্তৃত কোমল শয্যায় বালিশে মাথা রাখিয়া চিৎ স্তইয়া শয়ন করিয়া থাকিতে বলিবে । গর্ভিণীর পদদ্বয় সঙ্কুচিত করিয়া উন্নতভাবে রাখিতে বলিবে এবং ভীতিশূন্য, বয়োবৃদ্ধ, প্রসবকাৰ্য্যে নিপুণ চারিজম ধাত্রীকে পরিচর্য্যার নিমিত্ত গর্ভিণীর নিকট উপস্থিত রাখিবে। ধাত্রীদিগের হাতের নখগুলি কাটিয়া বেশ পরিষ্কার করিয়া রাখা উচিত। ১ প্রবাহণ। (প্রবাহণের অপর নাম কুস্তন করা বা কোথ দেওয়া ।) গভর্নাড়ী শিথিল হইলে, কোমর, কুচ কি ও তলপেটে বেদনা বোধ হইলে, গর্ভিণী অল্প অল্প বেগ দিয়া কুন্তন করিবে এবং যখন সন্তান বাহির হুইবার উপক্রম করিবে, তখন আরো বেগে কুন্থন করিবে । তারপর সস্তান যখন প্রসব স্বারে আসিয়া উপস্থিত হইবে, তখন আরো বেশী বেগে কুন্থন করিবে, যতক্ষণ না সন্তান ভূমিষ্ট হয়। ২ অকাল-প্রবাহণ-দোষ । যখন প্রসব বেদন উপস্থিত না হইবে, তখন বেগ দেওয়া কখনই উচিত নহে। যেহেতু অসময়ে প্রবাহণ করিলে, সস্তান কালা, বোবা SSS SBBBBB BBBBBBBBBBDBB BBB BBBBBBB পায়য়েৎ । ততঃ কৃতোপধানে মৃদুবিস্তীর্ণে শয়নে স্থিতামভূয়সকৃধিমুত্তানামনাশঙ্কণীয়াঃ চতশ্রঃ স্ক্রিয়ঃ পরিণতবয়সঃ প্রজননকুশলী; কৰ্বিতনথাঃ পরিচয়েয়ুঃ।” ২ । “ততে বিমুক্তে গর্ভনাড়ীপ্রবন্ধে সশূলেষু শ্রোণিবঙক্ষণবস্তিশিরঃস্থ প্রবাহেথাঃ শনৈ: শনৈং, তন্তে গর্ভনিগমে প্রগাঢ়ং। তন্তে যোনিমুখং প্রপল্পে, প্রগাঢ়তরমাবিশল্য ভবাং ” সুশ্ৰুতসংহিতা ।