পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ প্রসূতিতন্ত্র। এতদ্ভিন্ন স্বাভাবিক প্রসব সময়েও,—গর্ভস্থ শিশুর মস্তক, স্কন্ধ ও জঘন দেশ, প্রসবদ্বার অপেক্ষা অধিকতর স্থল হইলে, ঐ সকল অঙ্গ প্রসবপথে আবদ্ধ হইয়া যায়। সেজন্য প্রসবক্রিয়ায় ব্যাঘাত ঘটিতে পারে। ১ মূঢ়গর্ভের সাধ্যাসাধ্য লক্ষণ । পূৰ্ব্বে যে মূঢ়গভের অষ্টপ্রকার গতির কথা বলা হইল, তন্মধ্যে শেষোক্ত দুই প্রকার গতি অসাধ্য এবং অন্য ছয় প্রকার গতির প্রতীকার হইতে পারে। কিন্তু, যদি গর্ভিণীর ইন্দ্রিয় সকল দুৰ্ব্বল থাকে অথবা গর্ভিণী আক্ষেপক প্রভৃতি উৎকট ব্যাধির দ্বারা পীড়িত হয় কিংবা যোনিভংশ, যোনিসম্বরণ ও মক্কল্লশূল অথবা শ্বাস, কাল ও ভ্রম প্রভৃতি রোগ দ্বারা পীড়িত হয়, তাহা হইলে পূৰ্ব্বোক্ত প্রতীকারসাধ্য ছয় প্রকার গতিও অপ্রতীকাৰ্য্য হুইয়া থাকে। ২ মুদ্রগর্ভিণীর অরিষ্ট লক্ষণ। যে মূঢ়গর্ভিণীর শরীর শীতল হইয়া যায়, লজ্জা থাকে না এবং কুক্ষিতে নীলবর্ণ শিরা সকল প্রকাশ পায় ও মন্তক ইতস্তত: সঞ্চালিত করিতে থাকে। সে রমণী গর্ভস্থ শিশুসহ মৃত্যু মুখে পতিত হয়। ৩ মূঢ়গর্ভ-প্রতীকার । গর্ভ হইতে সন্তানকে বাহির করিতে হইলে, গর্ভিণীকে উত্তান ভাবে ১ । “স্বভাবগত। অপি ত্রয়ঃ সঙ্গ। ভবত্তি । শিরসো বৈগুণ্যাদংসয়োর্জবনস্য বা ।” S SBB DDBBBBD DDBBS BBBB BBBBBBBBBBBBBBBS সম্বরণমক্কল্পশ্বাসকাসন্ত্রমনিপীড়িতান পরিহরেৎ।" ৩। “প্রৰিধাতি শিরে বা ভু পীতাম্বী নিরপত্রপা। নীলোদগতশির হস্তুি সা গভঃ স চ তাং তথা ॥” স্বপ্রভসংহিতা ।