পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহাসিনী নানা রবীন্দ্রপাণ্ডুলিপিতে এই ছড়ার নানা রূপান্তর ঘটে এবং এক সময়ে কৌতুকচ্ছলে এরূপ এক চৌপদী লিখিয়া পাঠান চারুচন্দ্র ভট্টাচার্যকে— এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ে রঙ্গ, চার চারু দেখাতে পারে যাব তোমার সঙ্গ । তিন চারু মুকিয়া স্ট্রটে", হাজরা রোডে°, ঢাকায় ৬— সবার অধিক চারু বন্দী মৃণাল বাহুর শাখায় ॥ ৫ । এ কবিতা সুরেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠা কন্যা শ্ৰীমতী জয়শ্ৰী দেবী ও শ্ৰীকুলপ্রসাদ সেনগুপ্তের পরিণয় ("জয়া-মটরু-শুভসন্মিলন’ ) উপলক্ষে রচিত। ৬ । বরাহনগরের শ্ৰীমতী পারুল দেবী নাতনি-রূপে কয়েক বার রবীন্দ্রনাথকে ভ্রাতৃদ্বিতীয়ার ফোটা ও শ্রদ্ধার্ঘ্য পাঠাইয়াছিলেন । এই কবিতাটি ১৩৪৩ সনের (খৃস্টীয় ১৯৩৬) ভ্রাতৃদ্বিতীয়ায় কবির আশীৰ্বাদ-সহ তাহাকে পাঠানো হয়। রবীন্দ্রনাথ ১৪ জানুয়ারি ১৯৩৭ তারিখে ( ১ মাঘ ১৩৪৩ ) তাহাকে পুনশ্চ লেখেন— বাংলাদেশের সমস্ত দিদি-জাতীয়ার স্তবগানকে তোমার বন্দনা-গানের সঙ্গে জড়িয়ে দিয়েছি। এটা তোমার পছন্দ হয় নি। তবু বরানাগরিকাই অগ্রগণ্য হয়ে রইল, এটা তুমি উপলব্ধি করলে না কেন ? দেবীর কোপ দূর হোক, প্রসন্ন হয়ে তিনি বরদান-স্বরূপে বড়ি দান করুন এই আমার প্রার্থনা । —দেশ । ৯ মাঘ ১৩৪৯ পৃ. ৩৬১ ৯ । রবীন্দ্রনাথ শ্ৰীমতী রাধারানী দেবীর নিকট হইতে 'অপরাজিত দেবী'র ১৬ জুন ১৯৩৮ তারিখের ছন্দোবদ্ধ যে দীর্ঘ পত্র পাইয়াছিলেন তাহার শেষাংশে ছিল— ও চারুচত্র ভট্টাচার্য ও চারুচন্দ্র দত্ত ৬ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে যাহার উল্লেখ তিনি ব্যক্তিবিশেষ বা যে-কোনো ব্যক্তি ইহাই বিভর্কিত বিষয় । ৭ এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের কয়েকখালি চিঠি (রবীন্দ্রনাথের চিঠি : দেশ। ২৪ পৌষ/২ মাঘ— ৯ মাঘ ১৩৪৯ ) দ্রষ্টব্য । o > Rbr