পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহাসিনী ঠাই-বদলের আমি করিতেছি আশা সংশয় না থাকে কিছু, তাই এই ভাষা । ১১ মার্চ, ১৯৪ • [ ২৭ ফাঙ্কন ১৩৪৬ ] ৩৭। রবীন্দ্রসদনে সুধাকান্ত রায়চৌধুরী-সংগ্রহের যে পূর্বতন রবীন্দ্রপাণ্ডুলিপি পাওয়া যায়, তাহ বহুশ: ভিন্ন । এ স্থলে সেই পূর্বপাঠের স্বচনার ও শেষের কিয়দংশ দেওয়া যাইতেছে — বলি শুন, ওগো সুধাকান্ত, তুমি কি নিরস্তর শ্রাস্ত ?. আটটা বাজল তবু আসে নাই, জয়ী হল বিরামের বাসনাই ।. মাঝে থেকে আমি খেটে মরি যে— পণ্য জুটেছে, খেয়াতরী যে ঘাটে নাই । কাব্যের দধিটা দিব্যি জমেছে ভাড়ে, নদীট এইবার পার করে প্রেসে লও। হায় তুমি হলে রিয়ালিস্টিক, আমি সেই রয়ে গেনু মিষ্টিক । তাই দেখা পাই না তো সকালে, প্রাচীন কবিরে তুমি ঠকালে । আমি থাকি পথ চেয়ে ই করে, তুমি পাশ-বালিশের সাকোরে বাস্থপাশে আশ্রয় করিয়া কাজের বেলাটা ষাও ভরিয়া । >ථෂ