পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়ে মরি ছাই-চাপা পড়ে বুঝি কবি । মনে আছে একমাত্র আশা বুদবুদের ইতিহাসে সুদীর্ঘ কালের নেই ভাষা । বাহিরেতে চলিতেছে দেশে দেশে বিরাটের পালা অকিঞ্চিংকরের স্তপ জমাইছে এ আরোগ্যশালা। লিখিবার কথা কোথা রুদ্ধঘরে দু চক্ষু বুলাই, কোনোমতে ছড়া কেটে নিজেরে ভুলাই । ধাক্কা তারে দেয় পিছে খ্যাপা উনপঞ্চাশ বায়ু, এ বেলা - ও বেলা তার আয়ু। এরই মধ্যে কবিবেশে সুধাকান্ত এল— ēgtzpē ātri Ri for ‘strange bed-fellow ! উদয়ন ১২ মার্চ ১৯৪১ বিকাল [ ২৮ ফাল্গুন ১৩৪৭ ]* ৬ রবীন্দ্রনাথ সময়ে সময়ে প্রকাশিত বা অপ্রকাশিত চিঠিপত্রে কৌতুকপূর্ণ এমন ছড়া বা কবিতাও লেখেন, যাহা প্রসঙ্গবিচ্ছিন্নভাবে লইলে রসাস্বাদন পূরা হয় না। এরূপ দুটি ছড়া বা কবিতা এ স্থলে উদ্ধার করিলেই চলিবে । প্রথমটি ১৬ এ কবিতার একটি পূর্বপাঠও (১৮ ছত্র ) পাওয়া যায় রবীন্দ্রসদন-দপ্তরে— জারোগ্যশালার রাজকবি স্বধাকান্ত অাকে বসি প্রত্যহের তুচ্ছতার ছবি। ইত্যাদি রচনা : উদয়ন । ২৬ জানুয়ারি ১৯৪১ [ ১৩ মাঘ ১৩৪৭] প্রাতে সম্প্রতি রবীন্দ্রবীক্ষা-১১-এ পাণ্ডুলিপিচিত্র-সহ মুদ্রিত : ৭ পৌষ ১৩৯• । 》8&