প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান )○9 ব। আরবীতে লেখা ইতিহাসে আজগুবী কথার অভাব নাই । আমার বিশ্বাস —এই গাথা-সাহিতা প্রকতভাবে, বিজ্ঞান-সঙ্গতভাবে আলোচন৷ করিয়া ইতিহাসের পাঠক ও লেখকগণ গ্ৰহণ-বর্জন করিলেন । চোখ বুজিয়া বাড়ীর কাছের ধনাগার অগ্রাহ করিবেন না। ঐতিহাসিক মূল্য ছাড়িয়া দিলেও ইহা যে কবিত্বের খনি ও সামাজিক ইতিহাসের দর্পণ, আমাদের দেশের লোক-চরিত্রের মান-দণ্ড এবং প্রাচীন পল্লী-জীবনের ছায়"-চিত্র, তাহ কেহ অস্বীকার করিতে পরিবেন না। ‘দেওয়ান ফিরোজ শাহ নামক গীতিকা হইতে একটি দৃষ্ঠের কথা এখানে উল্লেখ করিব । কেল্লাতাজপুরের দেওয়ান ওমর পার কন্যা সখিনার সঙ্গে জঙ্গলবাড়ীর ঈশা খার বংশধর তরুণ বয়স্ক দেওয়ান ফিরোজের বিবাহের প্রস্তাব করিয়া তাঙ্গার মাত৷ কেল্লাতাজপুরে দূত পাঠাইলেন। ওমর খ৷ এই প্রস্তাব হাসিয়। উড়াইয়া দিলেন। কোথায় প্রখ্যাতনামা তাজপুরের দেওয়ানদের অতুল বংশ-গরিমা, আর কোথায় কাফের-বংশোদ্ভব জঙ্গলবাড়ীর দেওয়ান গোষ্ঠী । অনেক ঘূণাস্থচক, কঠোর ও অপ্রিয়-বাক্য শুনাইয়। ওমর খ৷ প্রস্তাবটি প্রত্যাখ্যান করিলেন । অভিমানাহত তরুণ ফিরোজ সৈন্ত লইয়া কেল্লা তাজপুর আক্রমণ করিলেন এবং সবিক্রমে সেই অরণ্য প্রদেশের শ্রেষ্ঠ কুসুম সখিনাকে লুণ্ঠন করিয়া লইয়া আসিলেন। ইহাব পূর্বেই সখিন বিবি ফিরোজের অপূৰ্ব্ব কাস্তি ও মৃদশন দেব-মুৰ্ত্তি দেখিয়। মুগ্ধ ছিলেন, পিতার পরাজয়ের অপমান তাহাকে বিচলিত করিল না। তিনি র্তাহার প্রণয়ীকে বিজয়-অভিনন্দন জানাইয়া তাহাকে স্বামী বলিয়! গ্রহণ করিলেন । পরাভূত ওমর খা আগ্রায় সম্রাট জাহাঙ্গীরের নিকট লোক পাঠাইয়। জানাইলেন—ফিরোজ খ সম্রাটের দরবারের রাজস্ব দিতে অস্বীকার
পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/১৪৬
অবয়ব