পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান Q(t -—WS) “কুটীল করবী কুসুম-মাঝ । তারকা-মণ্ডলে জলদ-সাজ । সূর শশী দোহে সিন্দুর ভালে । বেড়ি বিধুম্ভদ অলকা-জালে। সুন্দরী কামিনী কাম-বিমোহে । খঞ্জন গঞ্জন নয়নে চাহে । মদন ধনুক ভুরু বিভঙ্গে । অপাঙ্গ-ইঙ্গিতে বাণ তরঙ্গে । সুরঙ্গ অপর বাধুলী ফুল। নাসা খগপতি নহে সমতুল। দশন মুকুতা, বিজলী হাসি । অমিয়া বরষে আঁধার লাশি । উরস কঠিন হেম-কটোর । হেরি মুনিজন-মনবিভোর। হরি করিকুম্ভ কটি-নিতম্ব। রাজহংসী জিনি গতি বিলম্ব।” • ' 一8一 “প্ৰফুল্লিত কুসুম, মধুব্রত ঝঙ্কত, হুঙ্কত, পরভৃত, কুঞ্জেরত বাসে । মলয়-সমীর, স্বসৌরভ, সুশীতল, বিলোলিত পতি, অতি রস-ভাসে ॥ প্রফুল্লিত বনস্পতি, কুটিল তমাল দ্রুম, মুকুলিত চুতলতা, কোরক-জালে ।”