পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান পণ্ডিত্যের নমুন। এইরূপ— Go“পিঙ্গলের মধ্যে অষ্টমহাগুণ-মূল । তাহাতে মাগন আছে বুঝ কবিকুল ৷ নিধি স্থির কল্প-প্রাপ্তি মগন ভিতর । মগন মাগন এক আকার অন্তর । আকার-সংযোগে নাম হইল মাগল । অনেক মঙ্গল-ফল পাইতে কারণ ।” صدوق مسـ “শুক্র, রবি, পঞ্চমীতে গমন কঠিন । গুরুবারে সিদ্ধ নহে গমন দক্ষিণ । সোম, শনি পূৰ্ব্বে ন ঘাইও কদাচন। উত্তর মঙ্গল, বুধে অশুভ লক্ষণ ।” “ত্রিশ অষ্ট দিনে যোগিনী ফিরে বারে বার এক, নব, ষড়দশ, চতুৰ্বিবংশ দিন । পূর্ব দক্ষিণ দিকে যোগিনীর চিন্‌ ৷ অষ্টাদশ, শত বিংশ, তিন, একাদশে। "নিশ্চিত যোগিনী দক্ষিণ দিকে বৈসে । দশ, পঞ্চবিংশ, সপ্তদশ দিনে । যোগিনী দক্ষিণে থাকে পশ্চিমের কোণে । বার, উনবিংশ আর সাভাইশ চারি। যোগিনী পশ্চিমে থাকে বুঝিৰা বিচারি । বিংশতি দিবস আর ত্রয়োবিংশ, বাণ ।