পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । aぶ。 তাম্র মুদ্রায় হগান ও গামাষের নাম একত্র দেখা যায় ১ । আবার কতকগুলি তাম্র মুদ্রায় কেবল হগামাষের নামই দেখিতে পাওয়া যায় ২ { এই সমস্ত মুদ্রায় গ্ৰীক লিপির চিঙ্গ দেখিতে পাওয়া যায় না। রাজুবুলের মিশ্ৰধাতু, তাম্র এবং সীসক-নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। মিশ্র ধাতু নিৰ্ম্মিত মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে পালাসের মুপ্তি আছে ৩ । তাম নিৰ্ম্মিত মুদ্রায় দুইদিকেই দেবী মুক্তি আছে ৪ । সীসক-নিৰ্ম্মিত মুদ্রায় একদিকে সিংহ ও অপর দিকে হারকিউলিসের মুক্তি আছে । । রাজুবুলের মুদ্রায় প্রথম দিকে অশুদ্ধ গ্রীক্ লিপি দেখিতে পাওয়া যায়। মথুরায় আবিষ্কৃত একখানি খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে, শোডাস রাজুবুলের পুত্র ও । শোডাসের এক প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহার একদিকে অজ্ঞাতনামা দেবীমূৰ্ত্তি ও অপর দিকে লক্ষ্মীমূৰ্ত্তি আছে । এই সকল মুদ্রায় গ্ৰীকৃ অক্ষরের চিহ্ন দেখিতে পাওয়া যায় না। মুদ্র-তত্ত্ববিদগণ হেরম ( Heraos ) , হিরকোড (Hyr (*) I. M. C., Vol. I, p, 195, Nos. 1–6 : Cunningham’s Coins of Ancient India, p. 87. tR) lbid ; I. M. C., Vol., í, pp. 195—96, Nos. I--10. - (o) P. M, C., Vol. I, p. 166, Nos. 13o-3: : I, M. C., Vol. I, p. tg6, Nos. 1-2, (8) ibid, No. 3. (*) P. M. C., Vol. i. p. 66, No. 133. (*) Cunningham Archaeological Survey Reports, Vol. XX, p. 48 ; Coins of Ancient India, p. 87. - (*) 1. M, C., Vol. I, pp. 196-97, Nos. 1-6. (*) P. M, C., Vol. I, pp. 163-64, Nos. 1 15-17 : 1. M. C., Vol. I, p. 94, No. 1.