পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 প্রাচীন মুদ্রা। কুযুলকদফিসের নাম আছে । মুদ্র-তত্ত্ববিদগণ ইহা হইতে অনুমান করিয়া থাকেন যে, হেরময় তাহার রাজ্যের শেষভাগে কুষণ রাজের অধীনতা স্বীকার করিতে বাধা হইয়াছিলেন । কুযুলকদফিসের সময়ের কোন খোদিত-লিপি অদ্যাপি আবিষ্কৃত হয় নাই । চৈনিক ইতিহাস-কারগণের উক্তির উপরে নির্ভর করিয়া বলা যাইতে পারে যে, কুযুলকদফিস খৃষ্টীয় প্রথম শতাব্দীর প্রারম্ভেই ইউচি জাতির পঞ্চশাখা একত্র করিয়া কাবুল অধিকার করিয়ছিলেন । পূৰ্ব্বে শ্ৰীযুক্ত স্মিথ প্রকাশ করিয়াছিলেন যে, কুযুলকদফিস খৃষ্টীয় প্রথম শতাব্দীর মধ্যভাগে অনুমান ৪৫ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । কিন্তু তিনি এই মত ত্যাগ করিয়া আমার মতই গ্রহণ করিয়াছেনও । খ্রীযুক্ত টমাস ও এই মত গ্রহণ করিয়াছেন, কারণ তিনি স্বীকার করিয়াছেন যে, কিউ-চিউ-কিও অশীতিবর্ষ বয়সে অনুমান ৪৭ খৃষ্টাব্দে দেহ ত্যাগ করিয়াছিলেন । কুযুলকদফিসের স্বনামাঙ্কিত ছয় প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে হেরময়ের মস্তক ও অপর দিকে দণ্ডায়মান হারকিউলিসের মুক্তি আছে। উভয় দিকেই কুযুলকদফিসের নাম ও উপাধি আছে । এই জাতীয় মুদ্রা সৰ্ব্বপ্রকারে হেরময় ও কুযুলকদফিসের যুক্ত-নামাঙ্কিত মুদ্রার অনুরূপ। কেবল গ্ৰীকৃ অক্ষরে হেরময়ের নাম ও উপাধির পরিবর্কে কুযুলকদফিসের নাম ও উপাধি লিখিত হইয়াছে। (*) P. M. C., Vol, f, pp. 178 -179, Nos. 1 - 7 : I. M. C., Vol. I. pp. 33-34, Nos, 1-1 5. (*) I. M. C., Vol. 1, p. 64, (*) Early History of India (3rd. Edition) pp. 250–251 Note 1. (8) journal of the Royal Asiatic Society, 1913, p. 629. (o) P. M. C., Vol. I, p. 179, Nos, 8-15 ; 1. M, C., Vol. I. pp. 65-66, Nos. 1-4,