পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা। السياسيا রাজাকালে উৎকীর্ণ শিলালিপি ও তাম্রপট্র আবিষ্কৃত হইয়ছে। কণিষ্কের নামযুক্ত একখানি শিলালিপি রাওলপিণ্ডির নিকটবর্তী মাণিক্যাল নামক স্থানে একটি স্তুপমধ্যে আবিষ্কৃত হইয়াছে । বাছাওলপুরের নিকটবৰ্ত্তী সুইবিহার নামক স্থানে কণিন্ধের নামযুক্ত এবখানি তাম্রপট্ট ২ এবং পেশোয়ারের একটি বৃহৎ স্তুপের ধ্বংসাবশেষের মধ্য একটি ধাতু নিৰ্ম্মিত শরীর-নিধানত (Retic Casket ) আবিষ্কৃত চক্টয়াছে । এই তিনখানি লিপি থরোক্ট অক্ষরে উৎকীর্ণ। মথুরায় আঃ কুত বহু বৌদ্ধ ও জৈন মূৰ্ত্তির পাদপীঠে উৎকীর্ণ লিপিতে কণিন্ধের "ম ও রাজাঙ্ক উল্লিখিত আছে। এই সকল মূৰ্ত্তি কণিদ্ধের পঞ্চম হইতে ম রাজাঙ্কের ৪ মধ্যে প্রতিষ্ঠিত । কণিষ্কের তৃতীয় রাজাঙ্কে বারাবীতে প্রতিষ্ঠিত একটি বোধিসত্ত্ব মূৰ্ত্তির পাদপীঠস্থ খোদিত লিপি ৷ হইতে প্রমাণ হইতেছে যে তৎকালে বারাণসী কণিস্কের সাম্রাজ্যভু ছিল । বৌদ্ধ ধৰ্ম্মের মহাযানমতের গ্রন্থ সমূহে এবং চীন ও তিব্বত দশের ইতিহাসে বহুবার কণিষ্কের নামোল্লেখ দেখিতে পাওয়া যায় ; কিন্তু কণিষ্কের কালনির্দেশক কোন বিশ্বাসযোগ্য প্রমাণ অদ্যাবধি এই সকল গ্রন্থে আবিষ্কৃত হয় নাই। কণিষ্কের আবির্ভাবকাল স্বন্ধে এককালে প্রত্ন-তত্ত্ববিদগণের মধ্যে বিস্তর মতভেদ ছিল । আমি যে সময়ে ‘শকাধিকার কাল ও কণিষ্ক” নামক প্রবন্ধ রচনা করিয় চুলাম সে সময়ে (:) Journal Asiatique 9 me Serie, Tome vii, p. pl, 1-2. {*) Indiam Antiquary Vol. X, p. 324 ; Vol. XI, 128, (• Annual Report of the Archaeological Surv. of India, 1908 -99. pp. 48-49. ; (*) Epigraphia Indica, Vol. X, app. p. 3, Nod3; p. 4. Nos. 21-22 ; p. 5, No. 23. s (•) Ibid. Vgl. V1II, p. 176.