পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । yఫి কণিঙ্কের অভিষেক-কাল সম্বন্ধে অনুনি একাদশটি ভিন্ন ভিন্ন মত প্রচলিত ছিল ১ । বৰ্ত্তমান সময়ে ইহার মধ্যে দুইটি মাত্র প্রচলিত আছে ;– ( ১ ) কণিষ্ক ৭৮ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ; ইহা আমার মত এবং স্মিথ, টমাস প্রমুখ পণ্ডিতগণ ইহা সমর্থন করিয়াছেন ২ | (২) পৃষ্ট পূৰ্ব্ব ৫৭ বর্ষে কণিঙ্কের অভিষেক-ক্রিয়া সম্পন্ন হইয়াছিল; ইছ ফুিটু, কেনেডি প্রমুখ পণ্ডিতগণের মত ও । ৯০৬ খৃষ্টাব্দে আমি উত্তর-পশ্চিম সীমান্তে আর নামক স্থানে আবিষ্কৃত একটি থরোষ্টা শিলালিপি দেখিতে পাইয়াছিলাম। ইহা কপিস্কের ৪১শ রাজাঙ্কে উৎকীর্ণ ৪ । ডাক্তার টমাস এ ও ডাক্তার লুডার্স ও অনুমান করেন যে, ইঙ্গ কণিষ্ক নামধেয় অপর কোন রাজার শিলালিপি । কিন্তু আমি ইহাকে প্রথম কণিস্কের শিলালিপি বলিয়া গ্রহণ করিয়াছি । এই অঞ্জুমানের কারণ পরে যথাস্তানে প্রদত্ত হুইবে । কণিষ্ককে শকাব্যের প্রতিষ্ঠাত বলিয়া স্বীকার করিয়া লইলে বলিতে পারা যায় যে, তিনি ৭৮ হইতে ১২০ খৃষ্টাব্দ পর্যান্তু রাজত্ব করিয়াছিলেন । কণিস্কের বছ সুবর্ণ ও তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই মুদ্র সমূহে গ্ৰীক ও প্রাচীন পারস্ত ভাষার ব্যবহার দেখিতে পাওয়া যায় । কিন্তু উভয় ভাসাই গ্ৰীকৃ অক্ষরে লিখিত । এই সকল মুদ্রায় দ্বিতীয় দিকে বহু গ্ৰীকৃ (*) Indian Antiquary, 1808, pp. 27–28, (*) Ibid, pp. 25—75., journal of the Royal Asiatic Society 1913. p, 627. to) Ibid, 1912, p, тог9 ; 1943, p. 915, {*) Indiam Antiquary, 1908, p, 58, pl. 1, - (*) Journal of the Royal Asiatic Society, 1913, p. 639, (*) Indian Antiquary, 1913, p. 135. -