পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసి প্রাচীন মুদ্রা । বৰ্ম্ম-পরিহিত রাজার মূৰ্ত্তি এবং অপর দিকে মহাদেব অথবা নানার মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। র্তাহার তাম্র মুদ্রা দুই প্রকার। প্রথম প্রকারের মুদ্রায় দ্বিতীয় দিকে মহাদেবের মূৰ্ত্তি ১ এবং দ্বিতীয় প্রকারের মুদ্রায় তৎপরিবর্ভে সিংহাসনে উপবিষ্ট দেবীমূৰ্ত্তি আছে । বামুদেবের মৃত্যু বা সিংহাসন-চুতির কিঞ্চিৎ কাল পরে কুষণ সাম্রাজ্য বোধ হয় বহু ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড-রাজ্যে বিভক্ত হয়ছিল । কণিষ্ক ও বাসুদেবের মুদ্রার অন্তকরণে আর একজন কণিষ্ক এবং দুইজন বাসুদেব মুদ্রাঙ্কন করিয়াছিলেন । ইহার দ্বিতীয় কণিষ্ক এবং দ্বিতীয় ও তৃতীয় বাসুদেব নামে পরিচিত। আবার থরোষ্ঠী লিপি পুনঃ সম্পাদন কালে ডাঃ লুডাস বলিয়াছেন যে, ইহা কণিষ্ক নামধারী কুষণবংশের অপর কোন রাজার রাজাকালে উৎকীর্ণ হইয়াছিল ৩, তাহার মতানুসারে এই দ্বিতীয় কণিষ্ক বাসিস্কের পরে পঞ্জাবের পশ্চিমাংশের অধিকার পাইয়াছিলেন । ভারতের ইতিহাসের এই অংশ এখনও অন্ধকারময় রঙ্গিয়াছে । কুষণাব্দের ৩ হইতে ১০ অব্দ পর্যন্ত মথুরায় প্রথম কণিঙ্কের অধিকার ছিল । পঞ্জাবের পশ্চিমাংশ কুষণাব্দের ১৮শ বর্ষে কণিঙ্কের অধিকারভূক্ত ছিল, কারণ উক্ত অব্দে উংকীর্ণ মাণিক্যালার স্তুপমধ্যে আবিষ্কৃত একখানি শিলালিপিতে কণিঙ্কের উল্লেখ আছে , কুষণাব্দের ২৪শ বর্ষে মথুরায় (») P. M, C., Vol. 1, pp. 209--ro, Nos. 215--26 : 1. M. C., Vol. 1, pp. 84-86, Nos. 8-34. (*) Ibid. p. 86, Nos. 35-43 , P. M. C., Vol. I, pp. 21o-. 1, Nos. 227--3o. l (*) Indian Antiquary, 1913, p. 135. (s) Epigraphia Indica, Vol. X, App. pp. 3-5. (*) Journaj Asiatique, 9 me Serie Tome, vii, p. 1.