পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা । را به نام এবং হগান, হগামাষ ও শোডাস ১ প্রভৃতি শকজাতীয় ক্ষত্রপগণের নাম দেখিতে পাওয়া যায়। এই সকল মুদ্রায় ব্রাহ্মী অক্ষর ব্যবহৃত হইয়াছে, কেবল রাজুবুলের মুদ্রায় গ্রীক, থরোষ্ঠী এবং ব্রাহ্মী তিন বর্ণমালার ব্যবহারই দেখিতে পাওয়া যায়। যুক্ত-প্রদেশে বেরিলি জেলায় প্রাচীন অহিচ্ছত্রের ধ্বংসাবশেষ মধ্যে বহু প্রাচীন তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্রায় যে সকল রাজার নাম দেখিতে পাওয়া যায় র্তাহাদিগের নামের শেষে “মিত্র” শব্দ আছে। এই জাতীয় মুদ্রায় অগ্নিমিত্রের নাম দেখিয়া কেহ কেহ সেই গুলিকে পুপমিত্র বা পুম্বামিত্রের পুত্র অগ্নিমিত্রের মুদ্রারূপে গ্রহণ করিয়াছেন , কিন্তু মালবদেশে বেত্রবর্তী নদীতীরে অবস্থিত বিদিশানগরে অগ্নিমিত্রের রাজধানী ছিল । বিদিশা হইতে বহুদুরে অবস্থিত অহিচ্চত্রের ধ্বংসাবশেষ মধ্যে অগ্নিমিত্রের নামাঙ্কিত মুদ্রা সৰ্ব্বাপেক্ষা অধিক পরিমাণে আবিষ্কৃত হুইয়া থাকে, সুতরাং এই জাতীয় তাম্র মুদ্র সুঙ্গবংশীয় অগ্নিমিত্রের তাম্র মুদ্র হওয়া সম্ভব নহে । এই প্রমাণের উপর নির্ভর করিয়া কানিংহাম, অতিচ্ছত্রের ধ্বংসাবশেষ মধ্যে যেসকল রাজার তামমুদ্র আবিস্তুত হইয়াছে, তাহাদিগকে সুঙ্গবংশীয় রাজা বলিতে অসম্মত হইয়াছিলেন ৩ । রামনগরে অর্থাৎ অহিচ্ছত্রের ধ্বংসাবশেষ মধ্যে এই জাতীয় মুদ্র অধিক পরিমাণে আবিষ্কৃত হইয়া থাকে, কিন্তু যুক্ত-প্রদেশের অনেক স্থানে এই জাতীয় মুদ্রা প্রতিবর্ষে আবিষ্কৃত হইয়া থাকে। এই সকল মুদ্রায় রাজার নামের উপরে তিনটি চিহ্ন দেখিতে পাওয়া যায় প্রত্নতত্ত্ব-বিভাগের ভূতপূৰ্ব্ব সহকারী অধ্যক্ষ SAMA MCA AM ASAMA AMA ASASAMM S S AAAA S ت-ایس بیمہ سہی ہمت۔ (১) পূঃ ৭৭-৮ দ্রষ্টব্য । (*) Indian Coins, p. 13 (9) Coins of Ancient India, p. 80. (s) I. M. C., Vol. I, p. 186.