পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । } \రి দ্বিতীয় দিকে সুমেরু পৰ্ব্বত, বোধিবৃক্ষ, স্বস্তিক এবং নন্দিপাদ দেখিতে পাওয়া যায় । এই জাতীয় তাম্র মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। এই জাতীয় মুদ্রা যে সময়ে মুদ্রাঙ্কিত হইয়াছিল, সেই সময়ে অমোঘভূতি নামক একজন রাজা কিয়ংকালের জন্য কুণিন্দ জাতির অধিপতি ছিলেন। অমোঘভূতির নামাঙ্কিত কুণিন্দ জাতির কতকগুলি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহা সৰ্ব্বপ্রকারে পূৰ্ব্ব-বর্ণিত তাম্র মুদ্রার অনুরূপ, তবে ইঙ্গতে যে খরোষ্ঠী ও ব্রাহ্মী লিপি আছে তাহার পাঠোদ্ধার সম্ভব, কিন্তু তাম্র মুদ্রার লিপি একেবারেই পড়িতে পারা যায় না। অমোঘভূতির মুদ্রায় একদিকে ব্রাহ্মী অক্ষরে অমোঘভূতিস মহরজস রাজ্ঞ কুণিনাস’ এবং অপর দিকে খরোষ্ট অক্ষরে রঞ কুণিদস অমোঘভতিস মহরজস’ লিখিত থাকে অমোঘভূতি ব্যতীত ছত্ৰেশ্বর নামক কুণিন্দ জাতির অার একজন রাজার নাম আবিষ্কৃত হইয়াছে। ইঙ্গার নাম ছত্ৰেশ্বর এবং ইহার কেবল তাম্র মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে ২ । কুণিন্দ জাতির পরবর্তী কালের মুদ্রা অমোঘভূতির রৌপ্য মুদ্রার স্তায় কিন্তু ইহাতে কেবল ব্রাহ্মী অক্ষরের ব্যবহার দেখিতে পাওয়া যায় ৩ ৷ এক শ্রেণীর মুদ্রায় কোন প্রকার লিপির ব্যবহারই দেখিতে পাওয়া যায় না ৪ । অক্তি প্রাচীন কাল হইতে মালবজাতি ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিবাসী । আলেকজাণ্ডার যখন পঞ্চনদ আক্রমণ করিয়াছিলেন, তখন মালবঞ্জাতির সহিত তাহার যুদ্ধ হইয়াছিল বরাহমিহিরের বৃহৎ (*) Ibid, pp. 167-68, Nos. 1--8. (*) Ibid, p. 170, Nos. 36-37. Vo) ¡bid. pp. 168--69, Nos. 21-29. to) Ibid, p. 169, Nos. 30-35. (*) Early History of India, 3rd Ed. pp. 94-7.