পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । । ১১৭ এই সকল নামের মধ্যে মহারায়’ শব্দটি বোধ হয় নাম নহে, উপাধি। । কতকগুলি ক্ষুদ্রাকার তাম্র মুদ্রায় কোন লিপি দেখিতে পাওয়া যায় না । কিন্তু বোধিবৃক্ষ, ঘট প্রভৃতি যে সমস্ত চিহ্ন মালবজাতির মুদ্রায় দেখিতে পাওয়া যায় তাহাদিগের অস্তিত্ব দর্শনে ত্রযুক্ত স্মিথ, এই গুলিকে মালবজাতির মুদ্রা বলিয়া নির্দেশ করিয়াছেন ১ । কুণিন্দ ও মালবজাতির ন্যায় অতি প্রাচীন কাল হইতে যৌধেয় জাতি ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলে বাস করিয়া আসিতেছে। খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে উৎকীর্ণ গির্ণার পর্বতগাত্রে আবিষ্কৃত মহাক্ষত্রপ রুদ্রদামের শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, রুদ্রদাম ৭২ শকাব্দের পূৰ্ব্বে যৌধেয় জাতিকে পরাজিত করিয়াছিলেন ২ । বৃহৎ-সংহিতায় গান্ধার জাতির সহিত যৌধেয়গণের উল্লেখ আছে ৩ । হরিষেণ বিরচিত সমুদ্রগুপ্তের প্রশস্তিতে লিখিত আছে যে, যৌধেয়জাতি সমুদ্রগুপ্তকে কর প্রদান করিত ৪ । ভরতপুর রাজ্যের অন্তর্গত বিজয়গড় বা বেজেগড় নামক স্থানে একটি শিলালিপিতে যৌধেয়গণের অধিপতি (>) Ibid, p. 178, Nos. 194---1o. («) Epigraphia India, Vol. viii, p. q. (8) Fleet's Gupta Inscriptions, p. 8. (8) গান্ধীর যশোবতি, হেমতালরাজপ্তথচরগব্যাশ্চ । যৌধেযুদীসমেয়t: হামাকঃ ক্ষেমধূৰ্ত্তাশ্চ। –ggs-Hufs El, 3 slovo : Kern's Edition, p. 92. ত্রৈগর্ভূপৌরলাম্বষ্টপারত বাটধানযৌধেয়াঃ । সারস্বত্তাজু নায়নমৎস্তীর্ধগ্রামরাষ্ট্রাণি ॥ * —gos-nfosi, soot; Kern's Edition, p. 103.