পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা। "לג כ “মহারাজ মহাসেনাপতি” উপাধিধারী জনৈক ব্যক্তির উল্লেখ আছে ১ । পঞ্জাবে বাহাওলপুর রাজ্যের অধিবাসী যোহিয়া নামক জাতি যৌধেয়গণের বংশধররূপে পরিচিত ২ । বাহাওলপুর রাজ্যে যোহিয়াবার নামে একটি প্রদেশ আছে। যৌধেয় জাতির মুদ্র পঞ্জাবের পূৰ্ব্বভাগে অধিক পরিমাণে আবিষ্কৃত হইয়া থাকে। শতদ্রু ও যমুনার মধ্যবৰ্ত্তী প্রদেশে ইহা সচরাচর দেখিতে পাওয়া যায়। পঞ্জাবের নিকটবৰ্ত্তী সোনপত নামক স্থানে যৌধের জাতির বহুমূদ্র দুইবারে আবিষ্কৃত হইয়াছে ও । যৌধেয় জাতির মুদ্রা সাধারণতঃ তিন ভাগে বিভক্ত হইয়া থাকে । প্রথম বিভাগের মুদ্র সৰ্ব্বপ্রাচীন, ইহাতে একদিকে বৃষ ও স্তম্ভ (?) এবং অপরদিকে হস্তীর মুক্তি ও নন্দিপাদ চিহ্ন আছে , । প্রথমদিকে ব্রাহ্মী অক্ষরে “বধেয়ন ( যৌধেয়ানাং )” লিখিত আছে । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে পদ্মের উপরে দণ্ডায়মান যড়ানন কান্তিকেয় ও অপর দিকে বোধিবৃক্ষ, সুমেরু পৰ্ব্বত, নন্দিপাদ চিঙ্গ এবং ষড়ানন দেবী মূৰ্ত্তি (কীৰ্ত্তিকেয়ানী ) আছে । প্রথম দিকে ব্রাহ্মী অক্ষরে ব্রহ্মণ্যদেব নামক যৌধেয় জাতীয় জনৈক রাজার নাম পাওয়া যায় ৫ । এই ব্রাহ্মী লিপির সম্পূর্ণ পাঠোদ্ধার অদ্যাবধি প্রকাশিত হয় নাই ১৭ । কোন মুদ্রায় ‘ব্রহ্মণ্যদেবস্ত ভাগবতঃ’ , কোন মুদ্রায় ‘স্বামি ভাগবতঃ ৮, MMABA SAGAAA AAAAS AAAAA MMAAAA {3}. Fleet's Gupta Inscriptions, p. 252. {R} Cunningham's Ancient Geography, p. 245. (e) i. M. C., Vol. 1, p. 165 : Coins of Ancient India, p. 76. (8) H. M. C., Vol. I, pp. 180--181, Nos, 1 --7. (4) Ibid, pp. 181-182, Nos. 8--2o. (*) Ibid, p. 181, Note i. (a) Ibid, No. 8. (*) Ibid, No. 12.