পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిధి প্রাচীন মুদ্রা। পরিবর্তে পদ্মাসনে উপবিষ্ট আছেন ১ । তৃতীয় উপবিভাগের মুদ্রায় এক দিকে দক্ষিণ পাশ্বে রাজা দণ্ডায়মান আছেন, তাহার বামহস্তে ধনু ও দক্ষিণ হস্তে শর ও অপর দিকে পদ্মাসনে উপবিষ্ট লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে । চতুর্থ উপবিভাগের মুদ্রা সৰ্ব্বপ্রকারে তৃতীয় উপবিভাগের স্যায়, কেবল ইহাতে রাজার বামহস্তের পরিবর্তে দক্ষিণ হস্তে ধনু আছে৩ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগে প্রথমদিকে “দেব শ্ৰী মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্র গুপ্তস্ত”৪ এবং দ্বিতীয় বিভাগের মুদ্রায় “দেবশ্রী মহারাজ শ্রীচন্দ্র গুপ্তস্ত বিক্রমাদিত্যস্ত” লিখিত আছে । উভয় বিভাগের মুদ্রাতেই একদিকে খট্রায় উপবিষ্ট রাজার মুক্তি ও অপর দিকে সিংহাসনে উপবিষ্ট লক্ষ্মীর মূৰ্ত্তি আছে এবং লক্ষ্মী মূৰ্ত্তির দক্ষিণদিকে “ঐবিক্রম" লিখিত আছে। দ্বিতীয় বিভাগের মুদ্রায় খট্টার নিয়ে “রূপাকৃতি" লিখিত আছে । তৃতীয় প্রকারের । মুদ্রায় একদিকে অগ্নিকুণ্ডের সম্মুখে দণ্ডায়মান রাজার মূৰ্ত্তি ও তাহার পশ্চাতে ছত্রধারী বালক অথবা গণের মূৰ্ত্তি এবং অপরদিকে পদ্মের উপরে দণ্ডায়মান লক্ষ্মীর মূৰ্ত্তি আছে। লক্ষ্মীমূৰ্ত্তির দক্ষিণদিকে “বিক্রমাদিত্যঃ” লিখিত আছে ৭ । এই জাতীয় মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রায় রাজমূৰ্ত্তির চতুর্দিকে “মহারাজাধিরাজ (:) Ibid, pp, 27-32, Nos. 71--99. (*) Ibid, p. 32, No. 100, (*) ibid, p. 33. No. 1 of. (9) Ibid, No. 102. (*) Ibid, p. 34 : I. M. C., Vol. 1. p. 104, No. 1. (*) Journal of the Asiatic Society of Bengal, 1891, pt. I, p. 1 17. (*) Allan, B. M. C., p. 34; i. M. C., Vol. 1, p. 109, No. 52.