পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞ* প্রাচীন মুদ্রা। “বিজিতাবনিরবনিপতিঃ কুমারগুপ্তোদিবং জয়তি ।” এবং অপরদিকে “শ্ৰীমহেন্দ্র” লিখিত আছে ১ । দ্বিতীয় উপবিভাগের মুদ্রায় রাজার চতুর্দিকে “জয়তি মহীতলম........... কুমারগুপ্ত:” লিখিত আছে । ইহার দ্বিতীয়দিকে দেবীর হস্ত শূন্ত ২ । তৃতীয় উপবিভাগের মুদ্রায় দেবীর হস্তে সনালোৎপল আছে ৩। চতুর্থ উপবিভাগের মুদ্রায় প্রথমদিকে “পরমরাজাধিরাজ শ্ৰীকুমারগুপ্ত: লিখিত আছে এবং দ্বিতীয় দিকে দেবীর হস্তে পাশ এবং পদ্ম আছে ৪ । পঞ্চম উপবিভাগের মুদ্রার প্রথমদিকে রাজমূৰ্ত্তির চতুর্দিকে “মহারাজাধিরাজ শ্ৰীকুমারগুপ্তঃ” এবং রাজার বামহস্তের নিম্নে অক্ষরের উপর অক্ষর বিদ্যাস করিয়া কু ম{ র লিখিত আছে ষষ্ঠ উপবিভাগের মুদ্রায় রাজমূৰ্ত্তির চতুর্দিকে “গুণেশোমতীতলং জয়তি কুমার” লিখিত আছে ৬। সপ্তম উপবিভাগের মুদ্রার প্রথমদিকে “মহারাজাধিরাজ খ্রীকুমার গুপ্তঃ” লিখিত আছে এবং অপরদিকে ভামণ্ডলসমন্বিত পদ্মাসনা লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে ৭ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে অগ্নিকুণ্ডের সম্মুখে দণ্ডায়মান অসিহস্তে রাজার মূৰ্ত্তি আছে ও অপরদিকে পদ্মাসনা ভামণ্ডলসমন্বিতা পাশপদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথমদিকে উপগীতি ছন্দে রাজমূৰ্ত্তির চতুর্দিকে— (: i Allan, B. M. Ç., pp. 61-62, Nos, 190-91. (*) Ibid, pp. 62-63, Nos. 192-93. te) ibid, p, 63, (8) Jbid, No. 194 : I. M. C., Vol. I, p. 1 1 1, Nos. 2-4. (4) Ibid, p. 1 12, Nos, 8-1o , Allan, B. M. C., p. 64, No. 195. {*} Ibid, p. 65, Nos. 196-97. (*) Ibid, p. 66, Nos. 198-2oo.