পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । S8wo মহানাদ গ্রামে প্রথম কুমারগুপ্তের একটি ও স্কন গুপ্তের একটি সুবর্ণমুদ্রার সহিত আবিষ্কৃত হইয়াছিল, ১ এবং ইহা এক্ষণে কলিকাতার সরকারী চিত্রশালায় রক্ষিত আছে ২ | সৌরাষ্ট্রে ও মালবে প্রচলনের জন্য প্রথম কুমারগুপ্ত ষে রজত মুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন তাহ পরবন্ত্রী অধ্যায়ে বিবৃত হইবে । এই জাতীয় মুদ্রার অনুকরণে মধ্য-প্রদেশে প্রচলনের জন্য একপ্রকার রজতমুদ্রা মুদ্রাঙ্কিত হইয়াছিল। এইজাতীয় মুদ্রায় চারিটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রায় একদিকে রাজার মস্তক এবং ব্রাহ্মী অক্ষরে তারিখ আছে, ইহাতে গ্রীকৃলিপির কোন চিহ্ন নাই । দ্বিতীয় দিকে একটি ময়ূর ও একটি পদ্ম আছে এবং উহার চতুর্দিকে উপগীতিচ্ছন্দে– “বিজিতাবনিরবনিপতিঃ কুমারগুপ্তে দিবং জয়তি । লিখিত আছে এ । দ্বিতীয় বিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে পদ্ম নাই তৃতীয় বিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে পদ্ম বা ময়ূর কিছুই নাই । চতুর্থ বিভাগের মুদ্র তৃতীয় বিভাগের মুদ্রার দ্যায়, কিন্তু লিপিতে “দিবং” স্থানে “দিবি৷” দেখিতে পাওয়া যায় ৭ । প্রথম কুমারগুপ্তের তিন প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি ও অপরদিকে গরুড়ের মূৰ্ত্তি আছে। (s) statists of seth, so stol, 4: 9: ; Proceedings of the Asiatic Society of Bengal, 1882, pp. 91, 104. (R) 1. M. C., Vol. 1, p. 115, No. 38. (o) Allan, B, M. C., pp. 1o7-08, Nos. 385-90. (*) Ibid, p. 1o8, Nos. 391-92. (4) Ibid, pp, 109--io, Nos. 393-402. (*) Ibid, No. 403.