পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 88 প্রাচীন মুদ্রা ।

গরুড় মূৰ্ত্তির নিম্নে “কুমারগুপ্ত” লিখিত আছে ১ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় প্রথমদিকে একটি বেদী ও তন্নিয়ে “শ্ৰীকু” এবং দ্বিতীয় দিকে সিংহপৃষ্ঠে উপবিষ্ট অম্বিকাদেবীর মূৰ্ত্তি আছে ২ । তৃতীয় প্রকারের মুদ্র রজত মুদ্রার ম্ভায় । ইহাতে একদিকে রাজার মস্তক ও অপরদিকে ময়ূরমূৰ্ত্তি আছে ৩ । প্রথম প্রকারের একটি তাম্র মুদ্রায় দ্বিতীয়দিকে “শ্ৰীমহারাজ শ্রীকুমার গুপ্তস্ত” লিথিত আছে ৪ ।

“মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পরে তাহার জ্যেষ্ঠপুত্ৰ স্কন্দ গুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। স্কন্দ গুপ্ত যৌবরাজ্যে পুগুমিত্রীয় ও তৃণগণকে পরাজিত করিয়া পিতৃরাজ্য রক্ষা করিয়াছিলেন । কথিত আছে, যুবরাজ ভট্টারক স্বন্দ গুপ্ত পিতৃকুলের বিচলিত রাজলক্ষ্মী স্থির করিবার জন্ত রাত্রিত্ৰয় ভূমিশয্যায় অতিবাহিত করিয়াছিলেন । প্রথম বার পরাজিত হইয়া কুণগণ উত্তরাপথ আক্রমণে বিরত হয় নাই, প্রাচীন কপিশা ও গান্ধার অধিকার করিয়া কুণগণ একটি নুতন রাজ্য । স্থাপন করিয়াছিল ।” “৪৫৭ খৃষ্টাব্দে ও অন্তৰ্ব্বেদী সুন্দগুপ্তের অধিকারভুক্ত ছিল। এই সময় হইতে অন্তৰ্ব্বিদ্রোহ বা বহিঃশত্রুর আক্রমণের ফলে গুপ্তবংশজাত সম্রাট্রগণের ক্ষমতার হ্রাস হইতেছিল। প্রাদেশিক শাসনকর্তৃগণ সমাটের নামোল্লেখ না করিয়াই ভূমিদান করিতে আরম্ভ করিয়াছিলেন । পরিব্রাজকবংশীয় হস্তী ও সঙ্ক্ষোভ, উচ্ছকল্পের জয়নাথ ও সৰ্ব্বনাথ এবং বলভীর ধরসেন প্রভৃতি সামন্ত (3) Ibid, p, 1 ; 3. (*) I. M. C., Vol. 1, p. 120, No. 3. to Ibid, p. 1 16, No. 54. {8) ibid, No. 55. (a) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৬২-৬৩ ।