পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । * S36t রাজগণের তাম্র-শাসন ইহার প্রমাণ । ৪৬৫ খৃষ্টাব্দের পরে হুণগণ পুনৰ্ব্বার ভারতবর্ষে প্রত্যাগমন করে ও বার বার গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে। দেশ রক্ষার জন্ত দীর্ঘকাল যুদ্ধ করিয়া মহারাজাধিরাজ স্কন্দগুপ্ত অবশেষে কুণযুদ্ধে জীবন বিসর্জন দিয়াছিলেন।” < স্কন্দগুপ্তের দুই প্রকার সুবর্ণমুদ্রা আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের সুবর্ণমুদ্রায় একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজার মূৰ্ত্তি ও অপরদিকে পদ্মাসনা পদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথমদিকে রাজার বাম হস্তের নিয়ে “স্ক” ও রাজমূৰ্ত্তির দক্ষিণ দিকে “জয়তি মহীতলং” ও বামদিকে मीं “সুধন্বী" লিখিত আছে। দ্বিতীয়দিকে লক্ষ্মী মূৰ্ত্তির দক্ষিণ দিকে “ঐস্বন্দগুপ্ত:’ লিখিত আছে। এই জাতীয় দুই প্রকার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রা ১৩২ গ্রেণ ওজন ২ এবং দ্বিতীয় প্রকারের মুদ্রা ১৪৬৪ গ্রেণ ওজন। এই দ্বিতীয় প্রকারের মূদ্রায় লিপির প্রভেদ আছে । ইহাতে প্রথম দিকে “জয়তিদিবং শ্ৰীক্রমাদিত্য” ও দ্বিতীয় দিকে “ক্রমাদিতাঃ” লিখিত আছে । ৩ স্কন গুপ্তের দ্বিতীয় প্রকারের সুবর্ণ মুদ্রায় একদিকে রাজা ও লক্ষ্মীর মূৰ্ত্তি এবং দ্বিতীয় দিকে পদ্মাসন লক্ষ্মীর মূৰ্ত্তি আছে। এই জাতীয় মুদ্রার লিপি প্রথম প্রকারের মুদ্রার স্থায় ৪ । সৌরাষ্ট্র ও মালবে প্রচলনের জন্ত মুদ্রিত স্কন্দ গুপ্তের রজত মুদ্রার বিবরণ পরবর্তী পরিচ্ছেদে প্রদত্ত হইবে । মধ্য-প্রদেশে প্রচলনের জন্ত মুদ্রাঙ্কিত রজত মুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও ব্রাহ্মী (১) বাঙ্গালার ইতিহাস পূঃ ৬৪-৬৫ । (*) Allan, 13. M. C., pp. 1 14-15, Nos. 417-21. to} Ibid, pp. 1 17-19, Nos. 424-31. (*) Ibid, pp. 1 16-17, Nos. 422-23.

  • *