পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । እ8ማል দেখিতে পাওয়া যায়। সম্ভবতঃ এইগুলি পুরগুপ্তের মুদ্রা । এই জাতীয় মুদ্রায় একদিকে অশ্বপুষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপরদিকে পদ্মাসনা পদ্মভূস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। অশ্বের নিয়ে “রু” বা “উ” এবং অশ্বের চতুর্দিকে “বিজিতাবস্থধাং দিবং জয়তি” লিথিত আছে। দ্বিতীয় দিকে লক্ষ্মীদেবীর দক্ষিণে “শ্ৰী প্রকাশাদিত্যঃ” লিখিত আছে । “পুরগুপ্তের পত্নীর নাম বৎসদেবী। বৎসদেবীর গর্ভজাত পুত্র নরসিংহগুপ্ত পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। কেহ কেহ অনুমান করেন যে, নরসিংহ গুপ্ত মালবরাজ যশোধৰ্ম্মদেবের সহিত মিলিত হইয় উত্তরাপথে চুণ সাম্রাজ্য ধ্বংস করিয়াছিলেন” । নরসিংহগুপ্তের এক প্রকার সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজার মন্তি ও অপরদিকে পদ্মাসনা পদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথম দিকে রাজার বামহস্তের নিয়ে “ন” পদদ্বয়ের মধো “গো” ও র চতুর্ককে “জয়তি নরসিংহ গুপ্তঃ” লিখিত আছে । দ্বিতীয় দিকে লক্ষ্মী মূৰ্ত্তির দক্ষিণে “বালাদিত্যঃ” লিখিত আছেও। ‘নরসিংহগুপ্তের মৃত্যুর পরে, তাহার পুত্র দ্বিতীয় কুমারগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন” । দ্বিতীয় কুমারগুপ্তের এক প্রকার সুবর্ণমুদ্রা আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজমূৰ্ত্তি ও অপরদিকে পদ্মাসনা পদ্মহন্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। এই জাতীয় মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রায় রাজার বামহস্তের নিয়ে “কু” ও (3) lbld, pp. 135-36, Nos. 552-57. (২) বাঙ্গালাং ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৬৭। (*) Allan, B. M. C., pp. 137-39, Nos. 558-69 ; I. M, C., Vol. I, pp. 119-20, Nos. 1-6. (৪) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৬৮ ;