পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X of e প্রাচীন মুদ্রা। পদ্মাসন পদ্মহস্ত লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথমদিকে রাজার বামহস্তের নিম্নে “যম,” পদদ্বয়ের মধ্যে “চ” এবং দ্বিতীয় দিকে “শ্ৰীনরেন্দ্রবিনস্ত” লিখিত আছে১ । জয়গুপ্ত ও হরিগুপ্তের নামাঙ্কিত এক একটি তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। মুর্শিদাবাদ জেলায় রাঙ্গামাটি গ্রামে রবি গুপ্ত নামক জনৈক রাজার একটি সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছিল । ঘটোৎকচনামক জনৈক রাজার একটি সুবর্ণমুদ্র সেণ্ট-পিটার্সবগ বা পেট্রোগ্রাডের চিত্রশালায় রক্ষিত আছে । এই সকল রাজগণের সহিত প্রাচীন গুপ্তংশের কি সম্পর্ক ছিল তাড়া অদ্যাবধি নির্ণীত হয় নাই। গুপ্ত সাম্রাজ্য ংসের পরে মধ্যদেশে প্রচলিত গুপ্তসম্রাট্টগণের রজত মুদ্রার অনুকরণে ভিন্ন ভিন্ন বংশীয় রাজগণ তাতাদের মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । মৌখরী ংশীয় ঈশানবৰ্ম্মাণ্ড ও শব্ববৰ্ম্ম৷৭ এবং শিলাদিতাপ ( সম্ভবতঃ হৰ্ষবৰ্দ্ধন ) এই জাতীয় মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । পরিব্রাজক বংশীয় মহারাজ হস্তী স্বনামে কতক গুলি রজতমুদ্রা মুদ্রাঙ্কন করাষ্টয়াছিলেন । ইহাতে একদিকে “শ্ৰীবৃণহস্তি” লিখিত আছে ও অপরদিকে একটি হস্তীর মূৰ্ত্তি আছে । (3) Ibid, p. 120 Üncertains, No. 1. (R) Ibid, p. 121. No. 1. (s) Cunmirigham's Coins cf Medit val India, p!. II. 6, p. 1 o. (৪) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৭৪ ৷ (a) Allan, B. M. C., p. 140, (s) Journal of the Asiatic Society of Bengal, 1894. pt. I, p. 193. i (a) Ibid. (*) Journal of the Royal Asiatic Society. 1906 p. 845. (a) Indiam Coins, p. 28; 1. M. C., Vol. I, p. 1 18. Nos. 1—5.