পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । >\b》 খৃষ্টাব্দে ) উৎকীর্ণ একথানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ১ এবং কাঠিয়াবাড়ের উত্তর-প্রান্তে জসধন নামক স্থানে রুদ্রসেনের রাজ্যকালে ১২৬ বা ১২৭ শকাব্দের (২০৫ বা ২০৬ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ আর একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছিল ২ । রুদ্রসেনের জ্যেষ্ঠ পুত্র পৃথিবীসেনের ক্ষত্রপোপাধিযুক্ত রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে ৩ । ইহাতে ১৪৪ শকাব্দ লিখিত আছে। পৃথিবীসেনের কনিষ্ঠ ভ্রাতা দ্বিতীয় দামজদঐ ইহার বহু পরে ক্ষত্রপ পদ প্রাপ্ত হইয়াছিলেন । এই ভ্রাতৃদ্বয়ের মহাক্ষত্রপোপাধি যুক্ত মুদ্র আবিষ্কৃত হয় নাই, এই জষ্ঠ অনুমান হয় যে, ইহার সিংহাসনের অধিকার প্রাপ্ত হন নাই । রুদ্রসিংহের দ্বিতীয় পুত্র সঙ্ঘদাম প্রথম রুদ্রসেনের পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ইহার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে এবং এই গুলিতে ১৪৪.৪৫ শকাব্দ তারিখ দেখিতে পাওয়া যায় সঙ্ঘদামের পরে রুদ্রসিংহের তৃতীয় পুত্র দামসেন সৌরাষ্ট্রের সিংহাসন লাভ করিয়াছিলেন । দামসেনের রজত মুদ্রাসমূহে ১৪৫ হইতে ১৫৮ শকাব্দ তারিখ দেখিতে পাওয়া যায় । । দামসেনের রাজাকালে মুদ্রাঙ্কিত তারিখযুক্ত পোর্টন-নিৰ্ম্মিত মুদ্রায় রাজার নাম বা উপাধি নাই ১ । দামসেনের রাজ্য-কালে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা প্রথম রুদ্রসেনের দ্বিতীয় পুত্র দ্বিতীয় দামজদী ক্ষত্রপ উপাধি লাভ S HSAS SSAS SSAS SSASAMAAASA SAASAASSAAAAAA LALLLAAA SASS SSSSS SSAAAAS S ASAA AA S SA SAS AMMMMMMS (>) Journal of the Royal Asiatic Society, 1890, p. 652 ; 1899, pp. 38o--81. t {R} ibid, 1890; p. 652, Indian Antiquary, Vol. XII, p. 32. (o) Rapson, B. M. C., p. 1ơ6, No. 377. . (8) lbid, p. Io7, No. 378. (4) Ibid, pp. 1o8-1 12, Nos. 379--4o1. (o) Ibid, pp. 1 13-14, Nos. 202-2o.

  • >