পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । ১৬৫ হইয়াছে। ইহাতে তারিখ আছে এবং একদিকে বৃষ ও অপর দিকে মুমেরু পৰ্ব্বত দেখিতে পাওয়া যায় ১ । তৃতীয় রুদ্রসেনের পরে র্তাহার প্রথম ভাগিনেয় সিংহসেন সৌরাষ্ট্রের অধিকার লাভ করিয়াছিলেন । সিংহসেনের রজত মুদ্রায় তাহার “মহাক্ষত্রপ’ উপাধি এবং ৩০৪ হইতে ৩০৬ (?) শকাব্দের তারিখ পাওয়া যায় ২ । সিংহসেনের পরে তৎপুত্র চতুর্থ রুদ্রসেন সৌরাষ্ট্রের অধিকার লাভ করিয়াছিলেন। ইনি বোধ হয় ৩০৬ হইতে ৩১০ শকাব্দ পর্যাস্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ও । চতুর্থ রুদ্রসেনের পরে তৃতীয় রুদ্রসেনের অপর ভাগিনেয় (?) সত্যসিংহ সৌরাষ্ট্রের অধিকার লাভ করিয়াছিলেন। তাহার কোন মুদ্র আবিষ্কৃত হয় নাই , কিন্তু তাহার পুত্র তৃতীয় রুদ্রসিংহের মুদ্রাসমূহে তাহার “রাজা” “মহাক্ষত্রপ’ এবং “স্বামী’ উপাধি দেখিতে পাওয়া যায় । সত্যসিংহের পুত্র তৃতীয় রুদ্রসিংহ সম্ভবতঃ শকজাতীয় ক্ষত্রপ বংশের শেষ রাজা । ইহার রজত মুদ্রায় “মহাক্ষত্রপ” উপাধি এবং ৩১০ (?) শকাব্দ তারিখ পাওয়া যায় ৫ । সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্র গুপ্ত ৮২ গেীপ্তাদের পূৰ্ব্বে মালব অধিকার করিয়াছিলেন ও এবং ৪১৫ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই সৌরাষ্ট্রের শকাধিকার লুপ্ত হইয়াছিল। ক্ষত্রপগণের মুদ্রার অনুকরণে মুদ্রিত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রজত মুদ্রাসমূহে তারিখের দশক স্থানে ৯০ পাওয়া যায়, একক SSAS SSAS SSAS SSAS A SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS wم. صايم-سمسم مس -wwم.م.م.م.مم. (») Ibid, pp. 187-88, Nos. 839--903. (R) Ibid, pp. 189–90, Nos. 904-00, (9) Ibid, p. 191. (*) Ibid, p. cxlix. (o) Ibid, pp. 192-94, Nos. 907-29. (*) Fleet's Gupta Inscriptions, p. 25.