পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা। من بين لا স্থানের অঙ্কপাঠ করা যায় না ১ । ইহা হইতে প্রমাণ হইতেছে যে, ৯• হইতে ৯৯ গৌপ্তাদের মধ্যে চন্দ্রগুপ্ত কর্তৃক সৌরাষ্ট্র অধিকৃত হইয়াছিল, কারণ ৯৬ গৌপ্তাবে প্রথম কুমারগুপ্ত পিতৃসিংহাসন লাভ করিয়াছিলেন ২ । দ্বিতীয় চন্দ্র গুপ্তের রজত মুদ্রাসমূহে দুইটি বিভাগ দেখিতে পাওয়া যায়। উভয় বিভাগেই একদিকে রাজার মুখ, গ্রীকৃ লিপির চিহ্ন ও তারিখ, এবং দ্বিতীয় দিকে গরুড় মূৰ্ত্তি ও ব্রাহ্মী-লিপি আছে। প্রথম বিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে “পরমভাগবত মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্রগুপ্তবিক্রমাদিতাঃ” ৩ এবং দ্বিতীয় বিভাগের মুদ্রায় “শ্ৰী গুপ্তকুলন্ত মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্র গুপ্তবিক্রমাঙ্কস্ত” লিখিত আছে , । দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র সমাষ্ট্র প্রথম কুমার গুপ্তের রজতমুদ্রা দুই প্রকার। প্রথম প্রকারের মুদ্র মধ্য-দেশে প্রচলনের জন্ত মুদ্রাঙ্কিত, ইঙ্গ পূৰ্ব্ববস্ত্রী পরিচ্ছেদে বিবৃত হইয়াছে। দ্বিতীয় প্রকারের মুদ্র মালব ও সৌরাষ্ট্রে প্রচলনের জন্য মুদ্রিত হইয়াছিল । চতাতে একদিকে রাজার মুখ, গ্ৰীক লিপির চিহ্ন ও ব্রাহ্মী অক্ষরে তারিখ আছে । দ্বিতীয় দিকে গরুড় ও ব্রাহ্মী অক্ষরে কুমারগুপ্তের নাম ও উপাধি আছে। এই জাতীয় মুদ্রায় তিনটি বিভাগ আছে। প্রথম ও তৃতীয় বিভাগের মুদ্রায় দ্বিতীয় দিকে “পরমভাগবত মঙ্গরাজাধিরাজ খ্রীকুমারগুপ্তমহেন্দ্রাদিত্যঃ” ৫, এবং দ্বিতীয় বিভাগের মুদ্রায় “পরমভাগবত রাজাধিরাজ শ্ৰীকুমারগুপ্ত ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS AAAAAS (?) Allan, British Museum Catalogue of Indian Coins, Gupta Dynasties, p. xxxix. (R) Fleet's Gupta Inscriptions, p. 43. (9) Allan, 13. M. C., pp. 49--51, Nos. 133--39. (#) ibid, p. 51, No. 140. - (e) Ibid, pp. 89--96, Nos. 258-305 ; pp. 98-107, Nos. 321-84,