পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や* প্রাচীন মুদ্রা । শ্ৰীবুধগুপ্তে দিবিজয়তি” লিখিত আছে ১ । ১৬৫ গৌপ্তাব্দে উৎকীর্ণ ঈরাণে আবিষ্কৃত একখানি শিলালিপিতে বুধগুপ্তের উল্লেখ পাওয়া গিয়াছে ২ । বুধগুপ্তের সহিত গুপ্তরাজবংশের কি সম্পর্ক ছিল তাছা নির্ণয় করিবার কোন উপায়ই অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । ১৯১ গোপ্তাব্দে উৎকীর্ণ ঈরাণে আবিষ্কৃত আর একখানি শিলালিপিতে ভানুগুপ্ত নামক আর একজন মালবরাজের উল্লেখ আছে ৩ । ভানু গুপ্তের পরে মালব হুণগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল। স্কন্দ্রগুপ্তের মৃত্যুর পরে গুজরাট বলভীর মৈত্রকবংশীয় রাজগণের এবং সৌরাষ্ট্র ত্ৰৈকূটক রাজগণের অধিকারভুক্ত হইয়াছিল। মৈত্রকবংশীয় রাজগণ গুপ্তরাজগণের মুদ্রার অনুকরণ করিতেন। ইহাতে একদিকে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে একটি ত্ৰিশূল আছে, ইহার লিপি অদ্যাপি পঠিত হয় নাই ত্ৰৈকুটকবংশের দহুসেন ও ব্যাখ্রসেন নামক দুইজন রাজার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। দইসেনের মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে চৈত্য, তারকা এবং ব্রাহ্মী অক্ষরে “মহারাজেন্দ্রদত্তপুত্রপরমবৈষ্ণবক্রমহারাজদহুসেন” লিখিত আছে ৫ । সুরাটের নিকটে পর্দি নামক স্থানে একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছিল । ইহা হইতে অবগত হওয়া যায় যে, দহুসেন অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন এবং ২০৭ ত্ৰৈকূটকাব্দে ( ইহা কলচুরি, চেদী অন্ধ, ২•৭= ৪৫৬ খৃষ্টাব্দ ) জনৈক ব্রাহ্মণকে একখানি গ্রাম দান করিয়া (x) {bid, p. 153, Nos, 5 17-19. (*) Fleet's Gupta Inscriptions, p. 89. (e) Ibid, p. 92. (a) V. A. Smith, Catalogue of Coins in the Indian Museum, Vol. I, p. 127, Nos. I 1 I ;—Rapson’s Indian Coins, p. 27. (*) Rapson, British Museum Catalogue of Indian Coins. Andhras and W, Ksatrapas etc, pp. 198–2o1, Nos. 930-74.