পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ । দক্ষিণাপথের প্রাচীন মুদ্রা। দক্ষিণাপথের ওজনের রীতি উত্তরাপথের ওজনের রীতির ন্যায় নহে । দক্ষিণাপথে রক্তিক বীজের পরিবর্তে মঞ্জাড়ি ও কলঙ্কুৰীজ তেল-রীতির মূলস্বরূপ গৃহীত হইয়াছিল। একটি মঞ্জাড়ি বীজের ওজন ৫ গ্রেণ ১ ১০টি মঞ্জাড়ি বীজ একটি কলঞ্জু বীজের সমানরূপে গৃহীত হইত ২। অতি প্রাচীনকাল হইতে দক্ষিণাত্যে গোলাকার সুবর্ণমুদ্রার প্রচলন আরম্ভ হইয়াছিল। এই সকল সুবর্ণমুদ্র, “ফণম্” নামে অভিহিত। এক ক্ষণমের ওজন একটা কলপ্পু বীজের সমান ও । সম্ভবতঃ ফণম্ সৰ্ব্বপ্রথমে লিডিয়া অথবা অন্ত কোন প্রতীচ্য দেশের প্রাচীন মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত হইয়াছিল। লিডিয়াদেশের প্রাচীন মুদ্রা যেমন গোলাকার সুবর্ণপিণ্ডের উপরে অঙ্কচিহ্ন অঙ্কিত করিয়া নিৰ্ম্মিত হইত ফণমও সেইরূপই নিৰ্ম্মিত হইত । অতি প্রাচীন ফণম্ গোলাকার সুবর্ণ পিও মাত্র এবং দেখিতে গোলাকার তিস্তিড়ি বীজের ন্যায় ৪ । ক্রমে এই গোলাকার সুবর্ণপিণ্ডে অঙ্ক চিহ্ন অঙ্কনের জন্ত ইহা চক্রাকার হইয়া পড়িয়াছিল ৫ । তিস্তিড়ি বীজের দ্যায় (3) Elliott's South Indian Coins p. 52 note I. (&) 1bid. (9) Ibid, p. 53. (8) Ibid.; V. A. Smith, Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. I, p. 317, Nos. 1-8. (*) Ibid, pp. 323–25,