পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ ৷ প্রাচীন মুদ্রা। মুদ্র বিজয়নগরের রাজগণ কর্তৃক,পর্তুগীজ ১ এবং ইংরাজ বণিক সম্প্রদায় । কর্তৃক মুদ্রাঙ্কিত হইয়াছিল। ১৮৩৫ খৃষ্টাব্দে ভারতবর্ষের সৰ্ব্বত্র এক প্রকার মুদ্রা প্রচলন আরন্ধ হইলে এই জাতীয় মুদ্রার প্রচলন রহিত হইয়া যায় ও । দক্ষিণাপথের মুদ্রাসমূহের মধ্যে অন্ধ জাতীয় রাজগণের মুদ্রা সৰ্ব্বপ্রাচীন। এককালে অন্ধু রাজগণের সাম্রাজ্য নৰ্ম্মদার দক্ষিণতীর হইতে সাগরকুল পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছিল, এইজন্য মালব, সৌরাষ্ট্র, অপরান্ত প্রভৃতি নানাদেশেও অন্ধু রাজগণের ভিন্ন ভিন্ন দেশীয় মুদ্র আবিষ্কৃত হইয়াছে। অন্ধ দেশে অর্থাং কৃষ্ণ ও গোদাবরী নদীর মধ্যস্থ ভূভাগে দুষ্ট জাতীয় মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই দুই জাতীয় মুদ্রা ভিন্ন ভিন্ন সময়ে প্রচলিত ছিল না, কারণ পুড়মাবি, চন্দ্রশাতি, শ্ৰীষজ্ঞ ও ঐরুদ্র প্রভৃতি রাজগণ উভয় প্রকার মুদ্রাই মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে সুমেরু পৰ্ব্বত ও অপরদিকে উজ্জয়িনীনগরের চিহ্ন দেখিতে পাওয়া যায় । ইহার লিপির অক্ষরগুলি সুপঃ ৪ নয় । এই জাতীয় পাঁচ জন অন্ধ রাজের মুদ্র আবিষ্কৃত হইয়াছে :– (১) বাশিষ্ঠ পুত্র ত্রপুড়মাবি (২) বাশিষ্ঠ পুত্ৰ ঐশতকণি (৩) বাশিষ্ঠ পুত্র শ্ৰীচন্দ্রশাতি (৪) গোতমী পুত্র শ্ৰীযজ্ঞশাতকণি (s) Ibid, p. 318, Nos. 1--2. {&) 1bid, pp. 319—2o. to Ibid, p. 31 I. (a) Rapson, Catalogue of Indian Coins, Andhras W. Ksatrapas, etc. p. lxxii.