পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ১৭৩ (৫) গ্রীরুদ্রশাতকৰ্ণি ১ দ্বিতীয় প্রকারের মুদ্রায় প্রথম দিকে অশ্ব, হস্তী অথবা উভয় মূৰ্ত্তিই দেখিতে পাওয়া যায়। কোন কোন মুদ্রায় সিংহ মূৰ্ত্তিও আছে। এই জাতীয় মুদ্রার লিপি অত্যন্ত অস্পষ্ট ২। এই সমস্ত মুদ্রায় নিম্নলিখিত অন্ধ রাজগণের নাম পাওয়া যায় – (১) শ্ৰীচন্দ্রশাতি (২) গোতনী পুত্ৰ শ্ৰীযজ্ঞশাতকণি (৩) খ্রীরুদ্রশাতকৰ্ণিত মধ্য-প্রদেশে পোটিন নামক মিশ্র ধাতু-নিৰ্ম্মিত এক প্রকার মুদ্রা পাওয়া যায়। ইহাতে একদিকে হস্তী মূৰ্ত্তি ও অপর দিকে উজ্জয়িনীনগরের চিহ্ন আছে ৪ । এই জাতীয় নিম্নলিখিত অন্ধ রাজগণের মুদ্র আবিষ্কৃত (১) পুড় মাবি (২) খ্ৰীযজ্ঞ (৩) খ্ৰীক্লদ (৪) দ্বিতীয় শ্ৰীকৃষ্ণ * দক্ষিণাপথে অনন্তপুর ও কড় পা জেলায় একপ্রকার সীসক-নিৰ্ম্মিত্ত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাতে প্রথম দিকে অশ্ব, সুমেরু পৰ্ব্বত ও {x) Ibid. (<) Ibid. p. lxxiv. (e) Ibid. {8) Ibid, p, lxxx. («} }bid.