পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ । Ꮌ ᏄᎽ ইহাতে একদিকে স্বমেরু পৰ্ব্বতের উপরে বোধিবৃক্ষ ও অপর দিকে ধনু আছে । দ্বিতীয় প্রকারের মুদ্রা পোটন-নিৰ্ম্মিত, ইহাতে একদিকে হুমেরু পৰ্ব্বতের উপরে বোধিবৃক্ষ ও নন্দিপাদ চিহ্ন এবং দ্বিতীয় দিকে ধন্থ ও পর আছে২ । গৌতমীপুত্র বিড়িবারকুরের মুদ্রাও দ্বিবিধ, সীসকত ও পোটন-নিৰ্ম্মিত । পোটন-নিৰ্ম্মিত মুদ্রায় দুইটি বিভাগ আছে। প্রথম বিভাগে প্রথমদিকে নন্দিপাদষ্ট ও দ্বিতীয় বিভাগে স্বস্তিকঃ চিহ্ন আছে । পশ্চিম ভারতে আবিষ্কৃত পোটিন-নিৰ্ম্মিত কতকগুলি মুদ্রায় একদিকে হস্তিমূৰ্ত্তি, শঙ্খ ও উজ্জয়িনীনগরের চিহ্ন, ও দ্বিতীয় দিকে বোধিবৃক্ষ দেখিতে পাওয়া যায়ও । অধ্যাপক রেপসন অনুমান করেন যে নহপানকে পরাজিত করিবার পূৰ্ব্বে গৌতমীপুল শাতকণি এই সকল মুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । অন্ধ দেশে আবিষ্কৃত একদিকে সুমেরু পৰ্ব্বত ও অপরদিকে উজ্জয়িনীনগরের চিঙ্গ সম্বলিত মুদ্রায় “রঞো বার্সিঠিপুতস সিরি পুড়মাবিস" লিখিত আছে । কিন্তু মধ্য-প্রদেশে চান্দা জেলায় আবিষ্কৃত পোটন-নিৰ্ম্মিত মুদ্রায় এবং চোলমণ্ডলকুলে আবিষ্কৃত সীসকনিৰ্ম্মিত মুদ্রায়- "সিরি পুড়মাবিস" লিখিত থাকে। অন্ধ দেশে কৃষ্ণ ও গোদাবরী জেলায় বাসিষ্টপুত্র শিবত্রশাতকণি, বাপিষ্ঠপুত্ৰ শ্ৰীচন্দ্র {s.} Ibid, pp. 7-9, Nos. 22--3o. ioi Ibid, p. 9, Nos, 31 --32. “o ibid, pp. 13--14, Nos. 47-52. ' (8 Ibid, p. 15, Nos. 53-58. (*) Ibid, p. 16. (o) Ibid, pp. 17-19, Nos. 59-87. {*) Ibid, p. xcv. to} lbld, p. 20, Nos. 88-89. (si Ibid, p. 21, Nos. 90-94. {*•) Ibid, pp. 22-23, Nos. 95-104.