পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ybra প্রাচীন মুদ্রা। শাতি এবং গৌতমীপুত্র ঐযজ্ঞশাতকর্ণর সীসক-নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে। বাসিন্ঠপুত্র শিবখ্রশাতকণির মুদ্র এক প্রকার । শ্ৰীচন্দ্রশাতির একপ্রকার মুদ্রায় বাসিষ্ঠীপুত্র বিশেষণ দেখিতে পাওয়া যায়ং ; কিন্তু দ্বিতীয় প্রকার মুদ্রায় এই বিশেষণের ব্যবহার নাইও । অন্ধুদেশে আবিষ্কৃত গৌতমীপুল খ্ৰীযজ্ঞশাতকণির মুদ্র সীসক-নিৰ্ম্মিতঃ ; কিন্তু তাহার মধ্য-প্রদেশে চান্দাজেলায় আবিষ্কৃত মুদ্রা পোটন-নিৰ্ম্মিত । চান্দায় ও অন্ধ দেশে শ্ৰীকৃষ্ণশতকণি নামক জনৈক রাজার পোটননিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে হস্তিমূৰ্ত্তি আছে ও ব্রাহ্মী-অক্ষরে “সিরি কহ্নসাত কণিস” লিখিত আছে । দ্বিতীয়দিকে অন্যান্ত অন্ধ মুদ্রার স্তায় উজ্জয়িনীনগরের চিহ্ন আছে । দাক্ষিণাতো বীরবোধি অথবা বীরবোধিদত্ত ৭, শিববোধি ৮, চন্দ্ৰবোধি এবং শ্ৰীবোধিনামক রাজচতুষ্টয়ের সীসক মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে। কিন্তু ইহাদের পরিচয় অথবা কাল অদ্যাবধি নির্ণীত হয় নাই। কুমারিকা অন্তরীপের নিকটবৰ্ত্তী স্থানসমূহে প্রাচীন অঙ্ক চিহ্নযুক্ত মুদ্রার অনুকরণে এক প্রকার চতুষ্কোণ মুদ্র মুদ্রিত হইত। মুদ্রাতত্ত্ববিদগণ এই জাতীয় মুদ্রাগুলিকে প্রাচীন পাণ্ডারাজগণের মুদ্রা বলিয়া অনুমান (») Ibid, p. 29, Nos. 1 15--16. (*) íbid, pp. 3o-31, Nos. 1 17---24, (9) Ibid, pp. 32...33, Nos, 125-31. (8) Ibid, pp. 34-41, Nos. 132---64, (e) Ibid, p. 42, Nos. 165-7o. (s) Ibid, p. 48, No. 180. (s) Ibid, pp. 207-08, Nos, 983-87. (v) Ibid, p. 209, Nos. 988-92. (») sofwtf-Ibid, p. 21o, Nos. 993-97; Atarfi-No. 998.