পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ । ンbr豊 দেবগিরির যাদববংশীয় রাজগণের সুবর্ণ, রজত এবং তাম্র তিন প্রকারের মুদ্রাই আবিষ্কৃত হইয়াছে। সুবর্ণমুদ্রায় একদিকে গরুড় মূৰ্ত্তি ও অপর দিকে কানাড়া অক্ষরে রাজার নাম দেখিতে পাওয়া যায় ১ { রজত ও তাম্র মুদ্রা ইহার অনুকরণে মুদ্রাঙ্কিত হইত। মহীশূরে দ্বারসমুদ্র নামক স্থানে যাদববংশীয় রাজগণের সুবর্ণ ও তাম্র নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। সুবর্ণমুদ্রায় একদিকে সিংহ মূৰ্ত্তি ও অপর দিকে কানাড়া ভাষায় লিপি আছে ২ । তাম্র মুদ্রায় একদিকে হস্তিমূৰ্ত্তি ও অপর দিকে কানাড়া ভাষায় লিপি আছে ৩ । দ্বারসমুদ্রের যাদবংশীয় রাজগণের মুদ্রার লিপিতে রাজার নামের পরিবর্কে উপাধি দেখিতে পাওয়া যায় যথা,— “ঐতল কাভুগোও” • অর্থাৎ তলকাভু বিজয়ী, ইহা বিষ্ণুবৰ্দ্ধনের উপাধি । “ঐনোণংববাড়িগোগুন" ; অর্থাৎ নোণংববাডিবিজয়ী। বরংগলের কাকতীয় বংশীয় রাজগণের সুবর্ণ ও তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহাতে একদিকে বৃষের মূৰ্ত্তি ও অপর দিকে কানাড়া অথবা তেলুগু ভাষায় লিপি আছে ৬ । এই সকল লিপি অদ্যাবধি পঠিত হয় নাই । উত্তরাপথ মুসলমানগণ কর্তৃক বিজিত হইলে দক্ষিণাপথে বিজয়নগরে একটি নূতন সাম্রাজ্য স্থাপিত হইয়াছিল। বিজয়নগরের রাজগণ ১৫৬৫ খৃষ্টাব্দ পর্য্যন্ত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়াছিলেন এবং ১৬শ শতাব্দী পর্যান্ত দক্ষিণাপথে প্রাচীন আকারের সুবর্ণমুদ্রার প্রচলন অক্ষুণ্ণ রাখিয়াছিলেন । দক্ষিণাপথের উত্তরাংশ মুসলমানগণ কর্তৃক বিজিত হইবার পরে ঐ অংশে (s) Ibid, p. 152: I), Nos. 87-89}. (R) Ibid, No. 90–91. (9) Ibid, No. 92. (8) ibid, No. 90. (t) ibid, No. 91 (*) Ibid, Nos. 93-95