পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্র । سbسbہ হইয়াছিলেন । এই সময়ে ভারতের সীমান্তবৰ্ত্তী সাসানীয় সাম্রাজ্যের প্রদেশসমূহ হুণগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল ১ । যে হ্ণরাজ ভারতে হুণরাজ্য স্থাপন করিয়াছিলেন, চীনদেশীয় ইতিহাসকারগণের মতানুসারে র্তাহার নাম লে-লিহ, ২ । মুদ্রাতত্ত্ববিদৃগণের মতানুসারে এই লে-লিঙ্গ, ও কাশ্মীররাজ লখন উদয়াদিত্য একই ব্যক্তি ৩ । লখন উদয়াদিত্যের কয়েকটি রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে হণগণ প্রথমে গান্ধারে কিদারকুষণবংশীয় রাজগণকে পরাজিত করিয়া পরে ভারতবর্ষে প্রবেশ করিয়াছিল। গুপ্ত, কুষণ এবং সাসানীয় এই তিনটি ভিন্ন ভিন্ন ংশের সংস্পর্শে আসিয়া তাহারা তিন প্রকার রাজবংশের মুদ্রারই অনুকরণ করিয়াছিল । তুণগণ সৰ্ব্বপ্রথমে পারসোর সাসানীয় বংশের সংস্পর্শে আসিয়াছিল, তাহারা ভারতের সীমান্তস্থিত সাসানীয় সাম্রাজ্যের প্রদেশগুলি অধিকার-কালে লুণ্ঠনে যে সাসানীয় মুদ্রা পাইয়াছিল তাচাই কিছুকাল বিনা পরিবর্তনে মুদ্রারূপে ব্যবহার করিয়াছিল হূণজাতির অধিকারসমূহে সাসানীয় মুদ্রা এত অধিক প্রচলিত হইয়াছিল যে, পরবর্তীকালে মুদ্রাঙ্কন আবর্তক হইলে সৰ্ব্বত্র সাসানীয় মুদ্রার অনুকরণে নুতন মুদ্রাঙ্কন অরন্ধ হইয়াছিল ৬ । এইরূপে ভারতবর্ষে সাসানীয় মুদ্রার অনুকরণ আরম্ভ হইয়াছিল। এই সকল মুদ্রায় এক দিকে (x) Journal of the Asiatic Society of Bengal, Old Series, 1904, pt. I, p. 368. (R, Indian Coins, p. 28, (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, 1904, pt. I, p. 369. (8) Numismatic Chronicle, 1894, p, 279, (*) Indian Coins, p. 5, (*) Ibid, p. 29.