পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । byసి সাসানীয় শিরোভূষণ অথবা শিরস্ত্রাণ-পরিহিত রাজার মস্তক এবং অপর দিকে পারস্তদেশীয় অগ্নিদেবতার বেদী বা কুণ্ড দেখিতে পাওয়া যায়। ভারতে চূণরাজগণের মুদ্রাই সাসানীয় মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত সৰ্ব্বপ্রাচীন মুদ্রা। পরবর্তীকালে, খৃষ্টীয় সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে, পঞ্জাবের পশ্চিমাংশ একটি নূতন সাসানীয় রাজ্যে পরিণত হইয়াছিল ; এই রাজ্যের রাজগণের মুদ্রা সাসানীয় মুদ্র, কিন্তু ইহা চুণরাজগণের মুদ্রাসমুচ অপেক্ষ নবীন। হণরাজগণের সর্বাপেক্ষা প্রাচীন মুদ্র সাসানীয় রজত মুদ্রার স্থায় হুঙ্ক, ইহাতে সিজিস্তানের কুষণরাজগণের সুবর্ণ মুদ্রার স্তায় গ্রীকৃলিপি আছে ১ । পরবর্তীকালে গ্রীকৃ-লিপির পরিবর্তে নাগরী-লিপি ব্যবহৃত হইত ২ । এই সকল মুদ্রায় দ্বিতীয় দিকে অগ্নিদেবতার বেদীর উপরে ইণরাজের মস্তক মুদ্রাঙ্কিত ইয়াছিল। মাড়োয়াড়ে একশ্রেণীর রজত মুদ্র অবিস্কৃত হইয়া থাকে। ইহা সাসানীর বংশীয় পারস্তরাজ ফিরুজের মুদ্রার অনুকরণ ৩। ফিরুজ ৪৮৮ খৃষ্টাব্দে হণ যুদ্ধে নিহত হইয়াছিলেন । হৰ্ণলি , রেপসন , স্মিথ ও প্রভৃতি বিখ্যাত প্রত্ন-তত্ত্ববিদগণের মতানুসারে এই সকল মুদ্র হূণরাজ তোরমান কর্তৃক মুদ্রাঙ্কিত হইয়াছিল। ফিরুজের মুদ্রার অনুকরণে রজতমুদ্রা পরবর্তী শতাব্দী চতুষ্টয়ে গুজরাট, রাজপুতানা এবং অস্তুৰ্ব্বেদীর রাজগণ (*) Numismatic Chronicle, 1894, pp. 276–77. (R) indian Coins, p. 29. (9) V. A. Smith, Catalogue of Coins in the British Museum, }}. 233. (4) Proceedings of the Asiatic Society of Bengal, 1889, p. 228. (*) Indian Coins, p. 29. (*) I. M. C., Vol. I, p. 237.