পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । సి) আবিষ্কৃত হইয়াছে। ইছা হইতে অবগত হওয়া যায় যে, রাজাধিরাজ মহারাজ তোরমাণের রাজ্যকালে রোট্রজয়বৃদ্ধির পুত্র রোটসিদ্ধবৃদ্ধি একটি বিহার নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ১ । মধ্য-প্রদেশে সাগর জেলায় সুরাণ নামক গ্রামে একটি বরাহমূৰ্ত্তি আবিষ্কৃত হইয়াছে। বরাহের বক্ষঃস্থলে তোরমাণের রাজ্য-কালের আর একখানি লিপি উৎকীর্ণ আছে । এই লিপি হইতে অবগত হওয়া যায় যে, তোরমাণের রাজ্যের প্রথম বর্ষে মহারাজ মাতৃবিষ্ণুর কনিষ্ঠ ভ্রাত ধষ্ঠবিষ্ণু বরাহের জন্য একটি মন্দির করাইয়াছিলেন ২ । এই শিলালিপি হইতে তোরমাণের কাল নির্ণয় হইয়াছে। ১৬৫ গেীপ্তাব্দে বুধগুপ্তের রাজ্যকালে উৎকীর্ণ শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, তৎকালে মাতৃবিষ্ণু জীবিত ছিলেন ও । কিন্তু বরাষ্টমূৰ্ত্তির লিপি হইতে অবগত হওয়া যায় যে, তোরমাণের রাজ্যের প্রথম বংসরের পূৰ্ব্বেই মাতৃবিষ্ণুর মৃত্যু হইয়াছিল। অতএব তোরমাণের প্রথম রাজা ১৬৫ গোপ্তাদের (৪৮৪ খৃষ্টাব্দের) পরবর্তী। গোয়ালিয়র দুর্গ মধ্যে মিহিরকুলের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, ইহা মিহিরকুলের রাজ্যের পঞ্চদশবর্ষে উৎকীর্ণ হইয়াছিল। এই শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, উক্ত বর্ষে মাতৃচেট নামক জনৈক বাক্তি একটি স্বর্যা-মন্দির নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। ইহা হইতে আরও অবগত হওয়া যায় যে, মিহিরকুল তোরমাণের পুত্র ৪ । সাসানীয় রাজগণের মুদ্রার অনুকরণে মুদ্রিত কতকগুলি তাম্র ও রজত মুদ্রায় (S) Epigraphia Indica, Vol. I, pp. 239—4o, (k) Fleet's Gupta Inscriptions, pp. 159–60. (*) Ibid, p. 89. (*) ibid, pp. 92–93.