পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । & o X বলিয়া গৃহীত হইতেন ১ । কিন্তু এই নাম প্রথমে প্রকৃতরূপে পঠিত হয় নাই ; ইহা সম্ভবতঃ অজয়পাল ২ । উদভাগুপুরের শাহীয় রাজগণের মুদ্রার অনুকরণে পরবর্তীকালে আর্য্যাবৰ্ত্তের অনেক রাজবংশ মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । ইহাদিগের মধ্যে দিল্লীর তোমরবংশ প্রধান। পূৰ্ব্বে কথিত হইয়াছে যে, কোন বিশ্বাসযোগ্য সূত্র হইতে দিল্লীর তোমর ংশের বংশলতা অদ্যাপি সঙ্কলিত হয় নাই । যে সকল রাজা তোমর ংশজাত বলিয়া পরিচিত তাহাদিগের কোন শিলালিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। জয়পাল, অনঙ্গপাল প্রভৃতি যে সমস্ত রাজগণ মুসলমান ঐতিহাসিকগণের গ্রন্থে মঙ্গ মুদের প্রতিদ্বন্দ্বিরূপে পরিচিত, তাহাদিগের মধ্যে কেবল অনঙ্গপালদেবের মুদ্র আবিষ্কৃত হইয়াছে । এই সকল মুদ্রায় একদিকে বৃষ ও অপর দিকে অশ্বারোহী মূৰ্ত্তি আছে। প্রথম দিকে “ঐঅণঙ্গপালদেব” ও দ্বিতীয় দিকে “শ্ৰীসামন্তদেব” লিখিত আছে ৩ । এই মুদ্রা উদভাগুপুরের শান্তিমুদ্রার অনুকরণ। কানিংহাম, ৪ স্মিথ, ৫ ও রেপসন ও প্রমাণ বিচার না করিয়াই যে সমস্ত রাজগণকে তোমরবংশজাত বলিয়া লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, সম্ভবতঃ তাহাদিগের মধ্যে অনেকেই তোমরবংশজ নহেন । তোমর রাজগণের কোন শিলালিপি বা তাম্রশাসন আবিষ্কৃত না হওয়াতেই মুদ্রাতত্ত্বে এরূপ ts) Cunningham's Coins of Mediaeval India, p. 65, Nos. 26– 2 ; ; I. M. C., Vol. 1, p. 249, Nos. 1--2. (*) Journal of the Royal Asiatic Society, 1908 . (9) I. M. C., Vol. I, p. 259, Nos. 1-7. (3) Indian Coins, p. 31. (e) I. M. C., Vol. I, p. 256. (*) Indian Coins, p. 31.